ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর জালালাবাদের রাজধানী নানগরহারে অনুষ্ঠিত একটি ক্রিকেট ম্যাচে সিরিজ বোমা বিস্ফোরণে আটজন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। রমজান মাস শুরু হওয়ার পরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে এটাই প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা বলে একটি সূত্র নিশ্চিত করেছে। গত ১৮ মে সন্ধ্যায় স্টেডিয়ামে আগত দর্শকদের মাঝে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। ঘরোয়া ‘রমজান কাপ’ টুর্নামেন্টে ম্যাচটি চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাদেশিক সরকার সূত্র নিশ্চিত করেছে। হতাহতের এই ঘটনায় এখনো কোনো গোষ্ঠী বা সংগঠন জড়িত থাকার কথা স্বীকার করেনি। আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি গত ১৯ মে জালালাবাদের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে গত বছর সেপ্টেম্বরে কাবুলে একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছিল।