ঠিকানা ডেস্ক: ক্রেডিট কার্ড ট্রানজেকশনের ফী বাবত ভিসা এবং মাস্টার কার্ডের বিরুদ্ধে ১৯ ব্যবসায়ী দল এবং ট্রেড গ্রুপের রুজুকৃত ক্ষতিপূরণ মামলা চলে আসছে দীর্ঘকাল ধরে। অবশেষে দীর্ঘকাল ধরে চলে আসা মামলার আংশিক আপোষরফা হিসেবে ভিসা এবং মাস্টারকার্ড ৬.২ বিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে বলে ২ অক্টোবর জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী ভিসা পরিশোধ করবে ৪.১ বিলিয়ন ডলার এবং মাস্টারকার্ড পরিশোধ করবে প্রায় ৯০০ মিলিয়ন ডলার। উভয় কোম্পানীর পক্ষ থেকে আরও বলা হয়েছে যে প্রাপ্য পরিশোধের প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে তাদের সংগ্রহে রয়েছে। বাদিপক্ষ রুজুকৃত মামলার আর্জিতে উল্লেখ করেছিল যে ক্রেডিট কার্ড পেমেন্ট হ্যান্ডলিংয়ে স্টোরের জন্য চার্জকৃত ফী স্থির বা ফিক্স করতে ভিসা এবং মাস্টারকার্ড ষড়যন্ত্র করেছিল। দীর্ঘকাল চলার পর অবশেষে ক্ষতিপূরণ মামলার টাকা-পয়সা দাবির অংশটির আপোষরফা হিসেবে উপরোল্লেখিত পদক্ষেপ নেয়া হচ্ছে। কিন্তু রুজুকৃত মামলার আরও দুটি অংশ রয়েছে এবং সেগুলোও সমাধানের দাবি রাখে। উক্ত দুটি অংশের একটি হচ্ছে: ভিসা এবং মাস্টারকার্ড গ্রহণের ক্ষেত্রে উভয় কোম্পানীর চাপিয়ে দেয়া নীতিমালা বিষয়ক বিতর্ক এবং অপরটি হচ্ছে আপোষরফায় অংশ গ্রহণে অনিচ্ছুক কয়েক হাজার ব্যবসায়ীদের বিষয়াদি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ।
উল্লেখ্য, ভিসা এবং মাস্টারকার্ডের বিরুদ্ধে আদি মামলা রুজু করা হয়েছিল ২০০৫ সালে। অবশ্য সে সময় কোম্পানীর মালিক ছিল ব্যাঙ্ক, পাবলিক নয়। ব্যবসায়ীগণ অভিযোগ করেছিলেন যে তাদের নিয়ন্ত্রণাধীন মার্কেট অবস্থানে ব্যবহৃত ভিসা এবং মাস্টারকার্ডের আরোপিত ফী ছিল খুব বেশি। ফলে সুইপ ফী বাবত অতিরিক্ত বিলিয়ন বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছিল। ভিসা এবং মাস্টারকার্ড সেই অভিযোগ অস্বীকার করেছিল এবং বর্তমানের আপোষরফা শর্তেও কোন ধরনের অন্যায় করেনি বলে দাবি করেছে। ভিসা, মাস্টারকার্ড এবং একদল ব্যবসায়ী ২০১২ সালেও একটি আর্থিক আপোষরফায় পৌঁছেছিল। কিন্তু কিছু সংখ্যক খুচরা ব্যবসায়ী এবং ভোক্তাদল তাতে আপত্তি জানানোর দরুন শেষ পর্যন্ত ফেডারেল আপীলস কোর্ট তা নাকচ করে দেয়।
এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ভিসা ইনকের শেয়ারের মূল্য প্রায় ১% বৃদ্ধি পেয়ে প্রায় ১৪৭.৬৫ ডলারে পৌঁছেছে। আর মাস্টারকার্ড ইনকের শেয়ারের দর ১.৭% বৃদ্ধি পেয়ে প্রায় ১৪১.৬৭ ডলারে পৌঁছেছে।