নিউইয়র্ক : দ্যা ক্লিটন ডেমোক্রেটিক ক্লাব কুইন্সের নব নির্বাচিত কর্মকর্তাদের ২০১৮’র শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ট্রেটরিয়া ৩৫-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট চাক এ্যাপক শুভেচ্ছা বক্তব্যের পর নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। পরে প্রধান অতিথি কুইন্স কাউন্টির পার্ক কমিশন ডরথি লাউনডোওয়ার্ক নব নির্বাচিত কর্মকর্তা ও বোর্ড অব ডাইরেক্টকদের শপথ বাক্য পাঠ পরিচালনা করেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের ১৯ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান পল ভেলন বক্তব্য রাখেন। মুলধারার দ্যা ক্লিটন ডেমোক্রেটিক ক্লাবের দীর্ঘ দিনের সদস্য বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি দেলওয়ার মানিককে বোর্ড অব ডাইরেক্টর নির্বাচিত করা হয়েছে। ২০১৮ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাগণ হলেন প্রেসিডেন্ট চাক এ্যাপিলিয়ান, উর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলম্যান পল ভেলন,ভাইস প্রেসিডেন্ট ক্রিষ্টিন কন্যিালিও, সেক্রেটারী ও মেম্বারশীপ চেয়ারম্যান মিলানি শাহ, ট্রেজারার ক্যারলিন কারলক এবং সার্জেন্ট অব আর্ম গ্রেক কারেন।
বোর্ড অব ডাইরেক্টরগণ হলেন ম্যারি কনাট, গ্রেরি, জাকোবোর্ড ইজ মার্সা কাহান, বার্নী কারোক, দেলওয়ার মানিক, ডেবি মার্কেল, লিওনাথ মোরালিখ, ব্রিয়ানা মেলিগান, মাইক্যাল সারো, ওয়ারেন কারেলবার, মেথো সিলর্ভাষ্টিন ও ভিঠো টাওটুনিকো। ইমিডিয়েট পাষ্ট প্রেসিডেন্ট পল এ ভেলন, পাস্ট প্রেসিডেন্ট জন ডোয়সা এবং ডিস্ট্রিক্ট লিভার মেরি এন ডোরসা। অনুষ্ঠানে কিøটন ডেমোক্রেটিক ক্লাব এবং এফডিআর ডেমোক্রেটিক ক্লাবের অন্যতম সদস্য হাকিকুল ইসলাম খোকন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।