ক্লিনটন আসবেন তাই মনিকা লিউনস্কি বাদ

ঠিকানা ডেস্ক : টাউন অ্যান্ড কান্ট্রি ম্যাগাজিন কর্তৃক আয়োজিত বার্ষিক ফিলানথ্রপিক সামিটে আমন্ত্রণ জানানো হয়েছিল আমেরিকান অ্যাক্টিভিস্ট, টেলিভিশন ব্যক্তিত্ব মনিকা লিউনস্কিকে। তবে সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের উপস্থিতির জন্য সে আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে। লিউনস্কি টুইটারে একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন দয়া করে আমাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন না। এমন অনুরোধের সঙ্গে তিনি আরো জুড়ে দেন আমন্ত্রণ গ্রহণের পর সেটি প্রত্যাহার করার কারণ বিল ক্লিনটন সিদ্ধান্ত নিয়েছেন, সে অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন। ৯ মে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ক্লিনটন। নিজের মুখপাত্রের বরাতে ক্লিনটন জানান, তিনি জানতেন না ওই অনুষ্ঠানে লিউনস্কির আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে ক্লিনটনের প্রেস সচিব আঙ্গেল ইউরেনা টুইটারে জানান, তিনি (ক্লিনটন) সাদরে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তিনি কিংবা তার কোনো কর্মী কেউই লিউনস্কির আমন্ত্রণ এবং এর প্রত্যাহার বিষয়ে কিছুই জানতেন না।
উল্লেখ্য, লিউনস্কি যখন ২২ বছরের তরুণী, তিনি তখন হোয়াইট হাউজে ইন্টার্ন করেন। সে সময় রাষ্ট্রপতি ক্লিনটনের সঙ্গে তার প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। কর্মক্ষেত্রে ক্লিনটন লিউনস্কির যৌন সম্পর্কের খবর বিশ্বজুড়ে ঝড় তোলে। যৌন নিপীড়নের বিরুদ্ধে মি টু মুভমেন্টে লিউনস্কি ক্লিনটনের সঙ্গে সেসব নিপীড়নের কথা অকপটে বলেছেন।