ক্ষমা চাইলেন জেনিফার লরেন্স

ঠিকানা অনলাইন : ‘আমি অনুতপ্ত। এটা আসলে আমার ভুল ছিল। একজন কিংবদন্তিকে এমনভাবে কথা বলা ঠিক হয়নি। ৯ ডিসেম্বর (শুক্রবার) একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাকশন মুভিতে নারী প্রতিনিধিত্ব সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের বিপরীতে এভাবেই দুঃখপ্রকাশ করেছেন ‘হাঙ্গার গেমস’ খ্যাত হলিউডের অভিনেত্রী জেনিফার লোরেন্স।

তিনি বলেন, ‘আমি ভায়োলা ডেভিসের সঙ্গে বলেছিলাম, হলিউডে অ্যাকশন ছবিতে বেশিরভাগ ক্ষেত্রেই একজন নারীকে প্রধান চরিত্র করা হয় না। বলা হয় নারীদের দিয়ে। অ্যাকশন ছবির মূল ভূমিকায় অভিনয় দর্শক নেবে না। অথচ হলিউডে আমিই একমাত্র নই যে অ্যাকশন ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছে। কিন্তু দেখা সব সময় একটা অনীহা কাজ করে।’

গত ৭ ডিসেম্বর বিখ্যাত অভিনেত্রী ও টেলিভিশন প্রডিউসার ভায়োলা ডেভিস দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন লরেন্স। ভায়োলাকে বলা সেই বক্তব্যের বিপরীতে তিনি বলেন, ‘আমি আসলে বিষয়গুলো এভাবে বলতে চাইনি তাকে। তার সঙ্গে কথোপকথনের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে তাতে বেশিরভাগই নেগেটিভ কমেন্ট করেছে।’

শুক্রবার হলিউড রিপোর্টার নামের একটি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অনুতপ্ত। এটা আসলে আমার ভুল ছিল। একজন কিংবদন্তিকে এমনভাবে কথা বলা ঠিক হয়নি।’

ডেভিসের সঙ্গে মূল কথোপকথনে, লরেন্স উল্লেখ করেছিলেন যে, প্রধান চরিত্রে অভিনয় করা নারীদের কিভাবে মূল্যায়ন হয়। সিনেমাতে নাকি নারীদের চাইতে পুরুষরাই বেশি ভাল করতে পারে।

ঠিকানা/এম