ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৭৫ মিলিয়ন ডলারের ফান্ড

অনলাইনে আবেদন শুরু

মেয়র অ্যাডামস ও এসবিএ কমিশনার কিম

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্যান্ডামিক রিকভারি সহায়তা ঘোষণা এসেছে এবার। নিউইয়র্ক সিটির মেয়র মেয়র এরিক অ্যাডামস ও এসবিএস কমিশনার কিম ২৩ জানুয়ারি ঐতিহাসিক ৭৫ মিলিয়ন ডলারের অপরচুনিটি ফান্ডের ঘোষণা দেন। তারা বলেছেন, এই ফান্ড ক্ষুদ্র ব্যবসাকে মহামারি পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে সহায়তা করবে। মেয়র ও কমিশনারের এই ঘোষণায় ছোট ব্যবসায়ীরা আশার আলো দেখছেন।
নিউইয়র্কের পাঁচটি বরোর ছোট ব্যবসার জন্য এই ফান্ড দেওয়া হবে। এটি গোল্ডম্যান সাক্স, মাস্টারকার্ড, কমিউনিটি রিইনভেস্টমেন্ট ফান্ড, সিডিএফআইএসের সঙ্গে অংশীদারিতে মেয়র অ্যাডামসের ‘অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ব্লুপ্রিন্ট’-এর কাজ করবে।
এই প্রোগ্রামের আওতায় প্রায় ১ হাজার ৫০০টি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ফান্ড দেওয়া হবে। লোনের ইন্টারেস্ট রেট হবে ৪ শতাংশ। একজন ব্যবসায়ীকে ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই লোন পাওয়ার জন্য আবেদনকারীর ন্যূনতম ক্রেডিট স্কোর এবং আবেদন ফি লাগবে না।
মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মহামারির মধ্য দিয়ে চলেছে এবং তারা আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় নেতৃত্ব দিচ্ছে। তাই আমরা নিউইয়র্ক সিটির ছোট ব্যবসার জন্য অপরচুনিটি ফান্ড দিচ্ছি। আমরা দেখেছি, ২০২২ সালের প্রথমার্ধে ১৩ হাজার ৬০০টি নতুন ব্যবসা খোলা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০টির নতুন স্টোরফ্রন্ট রয়েছে। এই নতুন ঋণ তহবিল আমাদের অগ্রগতিতে সাহায্য করবে।
এটি ‘স্মল বিজনেস ফরওয়ার্ড’ নামেও পরিচিত। গত মে মাসে মেয়র এই এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন।
কমিশনার কিম বলেন, এই ঋণ তহবিল ক্ষুদ্র ব্যবসাকে পুনরুদ্ধার করতে এবং বৃদ্ধি পেতে সাহায্য করবে। মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এই ঋণসুবিধা পাবে। যারা ঋণ নিতে আগ্রহী, তারা এই খাতে আড়াই লাখ ডলার পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন। ঋণের পরিমাণ যে অঙ্কই হোক না কেন, সুদের হার হবে ৪ শতাংশ।