ক্ষুব্ধ অ্যাপলপ্রেমীরা : নতুন আইফোনে ফিজিক্যাল সিম নেই

ঠিকানা রিপোর্ট : বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবর এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে গত ৭ সেপ্টেম্বর বুধবার ‘ফারআউট’ অনুষ্ঠানে ‘আইফোন ১৪’সহ নতুন প্রজন্মের আইফোন সিরিজের বেশ কয়েকটি মডেল উন্মোচন করে অ্যাপল।
অবাক করা বিষয় হলো আইফোন-১৪ সিরিজে ১২ মেগাপিক্সেলের ক্যামেরার পরিবর্তে এক লাফে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সংযোজন করা হয়েছে। ফলে এটি এ যাবতকালের সবচেয়ে জনপ্রিয় আইফোনে পরিণত হচ্ছে।
তবে এই ফোনের একটি দিক অগণিত ব্যবহারকারীকে হতাশ করেছে। এই সিরিজের ইউএস ভার্সনে রাখা হয়নি ফিজিক্যাল সিম কার্ড। দুটিই ই-সিম রাখা হয়েছে। ফলে যারা প্রিপেইড সংযোগ ব্যবহারকার, বিশেষ করে লাইকা, সিম্পল, আল্ট্রা তব্যবহার করেন তারা আপাতত আইফোন ১৪ ব্যবহার করতে পারছেন না। অনেকে অ্যাপল কল সেন্টারে ফোন করে এ বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু তাদের আপাতত কোনো সুখবর দিতে পারেনি কল সেন্টার।
প্রিপেইড অপারেটরদের সঙ্গেও যোগাযোগ করেছেন অনেকে। তাদের জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল চারটি অপারেটর কোম্পানি টি-মোবাইল, এটিঅ্যান্ডটি, ভেরাইজন ও স্প্রিন্ট (টি-মোবাইল) যতক্ষণ ই-সিম সুবিধা না দেবে ততক্ষণ পর্যন্ত প্রিপেইড ব্যবহারকারীরা আইফোন ১৪ সিরিজ ববহার করতে পারবেন না।
আইফোন ১৪ সিরিজের এই ফ্ল্যাগশিপ ফোন থেকে ফেস আইডি সার্ভিস তুলে টাচ আইডি সুবিধা চালু করেছে অ্যাপল। এ ছাড়াও এই প্রথমবারের মতো স্যাটেলাইট নেটওয়ার্কের সাহায্যে জরুরি বার্তা পাঠানোর সুবিধাসহ থাকছে এ-১৬ চিপসেট, অদৃশ্য নচ সুবিধা।
আইফোন ১৪ সিরিজের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। প্লাস সংস্করণের দাম শুরু ৮৯৯ থেকে। আইফোন-১৪ প্রো-এর দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে; আর আইফোন-১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হবে ১০৯৯ ডলার থেকে। ৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নিতে শুরু করেছে অ্যাপল। আর হাতে পৌঁছবে ১৬ সেপ্টেম্বর থেকে।