ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার হুঙ্কার

ঠিকানা অনলাইন : উত্তর কোরিয়া ২২ মার্চ (বুধবার) তার পূর্ব উপকূল থেকে দুই জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর : আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার গতকাল পূর্ব সাগর অভিমুখে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি সিউল শনাক্ত করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ বৃহস্পতিবার পার্লামেন্টে জানান, উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ার মধ্যে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। গত ১৩ মার্চ ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামের মহড়াটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়। আজ বৃহস্পতিবার তা শেষ হচ্ছে।

এই মহড়া শুরুর আগে হুঁশিয়ারি বার্তা দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। এবার শেষের আগেও ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করল দেশটি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এ ধরনের মহড়াকে হামলার প্রস্তুতি হিসেবে বিবেচনা করে আসছে। তিনি মহড়ার জবাবে অপ্রতিরোধ্য ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছেন।

ঠিকানা/এম