ঠিকানা ডেস্ক: টেক্সাসের একটি পরিত্যক্ত বাড়ি থেকে খাচায় আবদ্ধ একটি মুমূর্ষু বাঘকে উদ্ধার করা হয়েছে। হিউস্টন পুলিশ কর্মকর্তাগণ খাচাবদ্ধ মুমূর্ষু বাঘটিকে উদ্ধার করেছেন বলে ১৬ ফেব্রুয়ারি জানা গেছে।
পুলিশ কর্মকর্তাগণ জানান, কয়েকজন লোক মারিজুয়ানা সেবনের জন্য একটি পরিত্যক্ত গৃহের অভ্যন্তরে প্রবেশ করেছিল। তারা খাচাতে আবদ্ধ বাঘটিকে দেখার পর পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে খাচাসহ বাঘটিকে অ্যানিমল শেল্টারে নিয়ে যান। তারপর বাঘটিকে টেক্সাস পশুপালন দপ্তরের নিকট হস্তান্তর করা হয়।