নিউইয়র্ক: সম্প্রতি খান ফাউন্ডেশন কলেজ জ্যামাইকার হার্ভেস রুমে অ্যাকসেস কর্মসূচির তৃতীয় বর্ষসহ গ্রেজুয়েশন সিরিমনি উদযাপন করেছে। কলেজ অ্যাকসেস গ্রোগ্রামটি কুইন্সের স্বল্প আয়ের দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের কলেজে ভর্তি সংশ্লিষ্ট নানাবিধ পরামর্শ, বৃত্তি লাভ ইত্যাদি বিষয়ে সহযোগিতা করে থাকে। অনুষ্ঠানে গ্রেজুয়েট, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শুভাকাঙ্খী ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে আকশার পাটেল, কমিউনিটি লিয়াজোঁ ফর কাউন্সিলম্যান ডানিক মিলার, মিজান চৌধুরী, কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা কারী ও নিউইয়র্ক ক্যারিবিয়ান আমেরিকান সোসাইটির প্রতিষ্ঠাতা হোরেস ড্যাভিস প্রমুখ উপস্থিত ছিলেন। খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডঃ ইভান খান কর্মসূচির বিভিন্ন দিক ও সাফল্যের বিশদ ব্যাখ্যা দান করেন।
- বিজ্ঞাপন -