খালেদাকে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীকে ইইউ এমপির চিঠি

ফাইল ছবি

ঠিকানা অনলাইন : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্থানীয় সময় বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এই চিঠি পাঠান ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য।

চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য করোনাকালে জেল থেকে খালেদা জিয়ার বের হওয়ার অনুমতি দেওয়ায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। আইভান জানান, সম্প্রতি তিনি গণমাধ্যমের খবরে জানতে পেরেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য বেশ খারাপ। এমন সময় দেশের বাইরে চিকিৎসার জন্য তার পরিবারের আবেদনকে মানবিকভাবে দেখার অনুরোধ করেন আইভান। এ সময় তিনি ৯ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসা করেন।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরপরই রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউতে) ভর্তি করা হয়। চিকিৎসকরা পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন।

ঠিকানা/এনআই