খালেদার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : যুক্তরাষ্ট্র জাসাস

ঠিকানা রিপোর্ট : দুর্বার আন্দোলনের মধ্যমে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার পুনপ্রতিষ্ঠা করা হবে, বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। গত ৯ জুলাই জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং জাসাসের সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান এ সব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেলাল খান আরো বলেন, ‘ফিরে যাচ্ছি ঢাকায়। কেন্দ্রীয় নেতারাও প্রস্তুত, শুরু হবে লাগাতার আন্দোলন এবং সেই আন্দোলনের জোয়ারেই ভেসে যাবে স্বৈরাচারি শেখ হাসিনার সরকার। সেই সাথে প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট বলেন, আন্দোলনের বিকল্প নেই। সংলাপে শুধু সময়ক্ষেপণ হবে। প্রয়োজন হচ্ছে দুর্বার আন্দোলন।
বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, সরকারের দমন-পীড়নের বস্তুনিষ্ঠ তথ্য আমরা মার্কিন বন্ধুদের অবহিত করছি। এ কর্মসূচি অব্যাহত রাখবো খালেদা জিয়ার মুক্তি এবং কেয়ারটেকার সরকার গঠিত না হওয়া পর্যন্ত।
যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, এখন সময় হচ্ছে ধাক্কা দেয়ার। অবৈধভাবে ক্ষমতা দখলকারিদের ধাক্কা দিতে হবে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে।
যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আহমেদের পরিচালনায় এই বিক্ষোভে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ।
এ সময় খালেদা জিয়ার মুক্তি এবং অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে স্লোগান দেয়া হয়। সমাবেশ থেকে মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন ঘোষণা করেন যে, ২৪ জুলাই জাতিসংঘের সামনে আরেকটি সমাবেশ হবে বেগম জিয়ার মুক্তি দাবি এবং বিএনপি নেতা-কর্মীদের দমন-পীড়নের প্রতিবাদে।