ঠিকানা অনলাইন : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে সরকার নাটক করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।
বেগম জিয়ার রাজনীতি করা, না-করা নিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতি করার সময় এলে তিনি রাজনীতি করবেন। জেলে থাকুক আর যেখানেই থাকুক, আগ বাড়িয়ে কথা বলবেন না। তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন। বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। তিনি অত্যন্ত অসুস্থ, এ সময় তাকে নিয়ে সরকার নাটক শুরু করেছে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে আওয়ামী লীগ।
ঠিকানা/এম