খালেদা জিয়ার মামলার রায় পূর্ব নির্ধারিত : ফখরুল

ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় পূর্ব নির্ধারিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি লালমনিরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, আদালতে বিচারাধীন মামলার গতিপ্রকৃতি দেখে সেটাই মনে হচ্ছে খালেদা জিয়া জেলে যাবেন। তাঁর এই মন্তব্যের জবাবে এদিন মির্জা ফখরুল বলেন, এরশাদের মন্তব্য আদালত অবমাননার শামিল হলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে ২৪টি মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, এর মধ্যে ‘দুটি মিথ্যা’ মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সপ্তাহে তিনদিন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নজিরবিহীন নির্যাতন, তারিখে তারিখে জামিন দেওয়ার নজিরবিহীন আদেশ—সমগ্র বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। নজিরবিহীন দ্রুততার সঙ্গে মামলা শেষ করার প্রচেষ্টা প্রমাণ করে যে এই সরকার খালেদা জিয়াকে ভয় করে বলেই তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়।’
মির্জা ফখরুল আরও বলেন, ২০০৭ সাল থেকে চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত বিএনপির জাতীয় পর্যায়ের নেতাসহ সারাদেশে বিএনপিকর্মীদের নামে ৫০ হাজার ৭৪টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে ১১ লাখ ৯১ হাজার ৪৪৯ জনকে। অন্যদিকে জেলহাজতে আছেন ৩ হাজার ৯৪৭ জন। এ মামলার উদ্দেশ্য বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। তাই আমরা বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।