ক্যালিফোর্নিয়া : খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা গত ২০ জুন রাতে হলিউডের স্টার অব ইন্ডিয়া রেস্টুরেন্টে এক সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি শামসুজ্জোহা বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বি এন পি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া বি এন পির উপদেষ্টা ও কমিউনিটি নেতা ডঃ জয়নুল আবেদীন, আবুল ইব্রাহিম ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের।
সভার শুরুতেই তার হাতে দলের নের্তৃবৃন্দ ক্রেস্ট ও ফুল তুলে দেন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির সহসভাপতি সাইফুল আনসারী চপল, আহসান হাফিজ রুমি, জুনেল আহমেদ, আফজাল হোসেন শিকদার, অপু সাজ্জাদ, শওকত হোসেন আনজিন, আশরাফুল আলম হেলাল, আবুল হাসনাত মন্টু চৌধুরী, যুগ্ম সম্পাদক: ফারুক হাওলাদার, মোহাম্মদ রফিকুজ্জামান জুয়েল, আলমগীর হোসেন, দেলোয়ার চৌধুরী, মোহাম্মদ কামাল হোসেন তরুণ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, লোকমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক: নয়ন বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক: কোহিনুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান, শিক্ষা সম্পাদক: সাঈদ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুস সালাম বলেন, স্বাধীনতার ঘোষক বীরমুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র আড়াই বছরে বাংলাদেশকে একটি তলাহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের সারিতে এনে দাঁড় করিয়ে ছিলেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের উত্থান দেখে হিংসায় ঝড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে দেশের অগ্রগতি রুখে দেয়। অন্যথায় আরো কয়েক বছর সময় পেলে তিনি দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মত উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারতেন। তার সততা, দেশপ্রেম, দেশের জন্য জনগণের জন্য ১৯ দফার মাধ্যমে দেশের উন্নয়ন, বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে দেশ ও জনগণের মাঝে একতা তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। তিনি ক্যালিফোর্নিয়া বি এন পির মাঝে ঐক্যের জন্য গ্রুপিং পরিহার করে দল ও দেশের প্রতি বিশ্ব¯স্ততা ও নেত্রীর মুক্তির আন্দোলনে অবদানকে পদ পাবার মাপকাঠি হিসেবে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানান। তিনি এই বিদেশে থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান।
ক্যালিফোর্নিয়া বিএনপি নেতৃবৃন্দ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে কনসুলেটের সামনে এবং থার্ড স্ট্রিটে সভাসমাবেশ এ ক্যালিফোর্নিয়া বিএনপির আন্দোলোনের সচিত্র ভূমিকা তুলে ধরেন। তারা বিভিন্ন সময় কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ করে দেশের পরিস্থিতি তুলে ধরার কথাও উল্লেখ করেন। তারা বলেন লস এঞ্জেলেসে বি এন পির নামে অনেকে নাম কাওয়াস্তে ঘরোয়া ফটোসেশন করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করে দলের ক্ষতি করছে এবং সময় সময় আওয়ামী এমপি মন্ত্রীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে ফটোসেশন করে দলকে হেয় করছে।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুল ইসলাম, মার্শাল হক, ইলিয়াস শিকদার, এলেন ইলিয়াস খান, সবুর খান মামুন, হাসানুজ্জামান মিজান, মিশর নুন, মোহাম্মদ মঞ্জু, আমজাদ হোসেন, মোঃ রফিক, মেহেদী হাসান, বাদল খান, মোহাম্মদ সেলিম রেজা পিন্টু, যুগ্ম সম্পাদক রনি জামান, আসাদুজ্জামান রাজু, সহসম্পাদক খন্দকার জাভেদ, হোসেন লিটু, শেখ সেলিম, হেলাল আহমেদ ভূইয়াঁ, মোহাম্মদ শাহানুর, মোহাম্মদ ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক: আবু তাহের সাজু, সহ দপ্তর সম্পাদক: মোশাররফ হোসেন ইমন, কোষাধক্ষ্: মোঃ আব্দুল মান্নান, সহ কোষাধক্ষ্: আক্তার মাতুব্বর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম পলাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: আবুল কায়সার, তত্ব ও প্রযুক্তি সম্পাদক: শাহ নেওয়াজ, সহ তত্ব ও প্রযুক্তি সম্পাদক: এ কে এম আসিফ, ক্রীড়া সম্পাদক: ইফতেখার হোসেন ফাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক: হাফেজ মোহাম্মদ বেলাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক: মাহতাব কবির ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক: শাহনাজ বুলবুল, সহ সাংস্কৃতিক সম্পাদক: সোহেল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:ফেরদৌস কবির সুজন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: রাজু ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা: ফরিদা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা: মনিরা মিজান, আইন বিষয়ক সম্পাদক: ওমর ফারুক, সহ আইন বিষয়ক সম্পাদক: সারোয়ার সুমন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকঃ আবুল খায়ের, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকঃ ইয়াসির আরাফাত মুন্না, সমাজ কল্যাণ সম্পাদকঃ মোঃ খসরু রানা, সহ সমাজ কল্যাণ সম্পাদকঃ তানভীর আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।