খুব সহজেই

আহম্মদ হোসেন বাবু :

খুব সহজেই সবকিছু হয় এখানে
খুব সহজেই জন্ম-মৃত্যু যেখানে।
খুব সহজেই প্রেম-বিচ্ছেদ চলছে
খুব সহজেই জ্বলছে আগুন জ্বলছে।

খুব সহজেই যে গণতন্ত্র এল
সে গণতন্ত্রে ভাসল মানুষ ভাসল।
ডেঙ্গু মশায় সহজে এখন তখন
সকাল-বিকাল ভোট চুরি হয় যখন।

খুব সহজেই মরছে মানুষ মরছে
খুব সহজেই ঝরছে কান্না ঝরছে।
খুব সহজেই মত পাল্টায় মানুষ
খুব সহজেই উড়ছে রঙিন ফানুস।

সহজেই হয় অর্জিত দেশ-পতাকা
সহজেই ফোটে জুঁই-জবা-মল্লিকা।
সহজে হারাই সহজেই পাই কবিতা
তবু হাসে শিশু ছড়ায় কিরণ সবিতা।

উর্বর মেধা উর্বর মন ক্রুদ্ধ
প্রতিজ্ঞা ভেঙে কেউই হয় না ঋদ্ধ।
তবুও মানুষ স্বপ্ন দেখেই চলছে
আশায় আশায় সোনালি দিন সে গুনছে ॥