খুলনায় বাস বন্ধ, বিপাকে যাত্রীরা

ঠিকানা অনলাইন : খুলনার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে হাজার হাজার যাত্রী খুলনা বাস টার্মিনালে এসে জড়ো হন। নির্ধারিত গন্তব্যের বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান তারা। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন নারী ও শিশুরা।

সকাল দশটায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে কথা হয় জাহানারা নামে এক যাত্রীর সঙ্গে। গণপরিবহন বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, আমার বড় বোন ঝিনাইদহে অসুস্থ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে দেখতে যাব। বাস টার্মিনালে এসে দেখি বাস বন্ধ। এখন যাব কি করে?

অন্তরা বনি নামে এক শিক্ষার্থী বলেন, আমার বাকপ্রতিবন্ধী পিসিকে নিয়ে ঢাকায় যাবো। বাস বন্ধ থাকায় যেতে পারছিনা।

বাস না পেয়ে এখন ফিরে যাচ্ছি। শুনছি আগামীকালও চলবেনা। হুটহাট করে এরকম বাস বন্ধ করলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকে না।
উল্লেখ্য, আগামীকাল খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ। গতরাত থেকে জেলার অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী জেলার সঙ্গে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে বিপাকে পড়েছেন বহু মানুষ। জেলার অভ্যন্তরে চিকিৎসা নিতে আসা অসুস্থ ব্যক্তিরাও পড়েছেন বিপাকে। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটেই আসছেন খুলনায়।

ঠিকানা/এসআর