খেলা শেষ না করেই হেলিকপ্টারে মাঠ ছাড়লেন সাকিব

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : আগের রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। বিকেএসপিতে ১ এপ্রিল শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচও খেলতে নামেন। তবে শেখ জামালের বিপক্ষে ম্যাচটি পুরোপুরি শেষ না করেই ভেন্যু ছেড়েছেন তিনি। হেলিকপ্টারে করে পাড়ি দিয়েছেন ঢাকায়।

জানা গেছে, সন্ধ্যায় সাকিবের একটি বাণিজ্যিক অনুষ্ঠান রয়েছে। আর সেই অনুষ্ঠানে সঠিক সময়ে যোগ দিতেই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা তার।

সাকিব যখন বিকেএসপি ছাড়েন, তখন মোহামেডান-শেখ জামাল ম্যাচের শেষ ভাগের খেলা চলছিল। ম্যাচটা ২২ রানে জিতেছে মোহামেডান। আসরে এই প্রথম জয়ের মুখ দেখল দলটি।

জাতীয় দলের ব্যস্ততার কারণে সাকিব মোহামেডানের আগের ম্যাচগুলো খেলতে পারেননি। মোহামেডান জিতলেও এদিন ব্যাটে-বলে দিনটা নিজের করতে পারেননি সাকিব। ৯ বলে ৫ রান করে আউট হন। বল হাতেও উইকেট পাননি। পুরো ১০ ওভার বল করে ৩১ রান খরচ করেছেন।

মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন ইমরুল কায়েস। দলটির ৭ উইকেটে ২৯০ রানের জবাবে শেখ জামাল ৪ বল বাকি থাকতেই ২৬৮ রানে অলআউট হয়েছে।

ঠিকানা/এনআই