ইউএসসিআইএস পাবলিক সার্ভিস স্বীকৃতি সপ্তাহ পালন

গত বছর তিন হাজার নতুন লোক নিয়োগ

ঠিকানা রিপোর্ট : ইউএসসিআইএস ২০২২ সালে এজেন্সিতে প্রায় তিন হাজার নতুন কর্মী নিয়োগ করেছে। চার হাজারের বেশি ইউএসসিআইএস কর্মী এজেন্সির মধ্যে নতুন পদে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি ইউএসসিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস পাবলিক সার্ভিস-ইউএসসিআইএস রিকগনিশন উইক পালন করেছে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস পাবলিক সার্ভিস রিকগনিশন উইক পালন করে ৭-১৩ মে। এ সময় তার নিবেদিত কর্মী বাহিনীকে সম্মানিত করা হয়। ১৯৮৫ সাল থেকে মে মাসের প্রথম পূর্ণ সপ্তাহে এ ধরনের সপ্তাহ উদ্্যাপন করা হচ্ছে। পাবলিক সার্ভিস স্বীকৃতি সপ্তাহ হলো ফেডারেল, স্টেট, কাউন্টি এবং স্থানীয় সরকারি স্টাফ হিসেবে জাতিকে যারা সেবা দেয়, তাদের সম্মান জানানোর জন্য একটি নির্দিষ্ট সময়। ইউএসসিআইএসের কর্মীরা প্রতিদিন যে কাজটি করেন, তা অনেক অভিবাসীর জন্য আমেরিকাকে তাদের নিজেদের বাড়ি বানানোর স্বপ্ন বাস্তবায়িত করে তোলে।
জানা গেছে, জানুয়ারিতে ইউএসসিআইএস তাদের ২০২৩-২০২৬ স্ট্র্যাটেজিক প্ল্যান প্রকাশ করে, যা এজেন্সির কর্মীবাহিনীকে তার সক্ষমতা বাড়াতে ও আরও শক্তিশালী করতে এবং দেশকে তার সর্বোচ্চ আদর্শে পৌঁছাতে সাহায্য করার জন্য একটি রোডম্যাপ প্রদান করে। এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে ইউএসসিআইএসের কর্মশক্তির জন্য বিনিয়োগ করা, একটি বৈচিত্র্যময়, নমনীয়, এবং স্থিতিস্থাপক কর্মীবাহিনীকে আকর্ষণ করা। নতুন কর্মী নিয়োগ করা, প্রশিক্ষণ দেওয়া এবং ধরে রাখা, যা উচ্চমানের সাংগঠনিক কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে।
এপ্রিল মাসে ইউএসসিআইএস তার ২০২৩-২০২৬ ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশন এবং অ্যাক্সেসিবিলিটি (ডিইআইএ) কৌশলগত পরিকল্পনা প্রকাশ করে। মার্চ মাসে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ২০২৩ সেক্রেটারি অ্যাওয়ার্ডস ঘোষণা করে। মোট ১৪৪ জন ইউএসসিআইএস স্টাফ প্রায় প্রতিটি বিভাগে সেক্রেটারি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে এক্সসেপশনাল সার্ভিস গোল্ড মেডেল, মেরিটোরিয়াস সার্ভিস সিলভার মেডেল, লিডারশিপ এক্সিলেন্স মেডেল, ইনোভেশন মেডেল, টিম এক্সিলেন্স, চ্যাম্পিয়ন অব ইক্যুইটি এবং ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়।
২০০৩ সালের ৩ মার্চ শুরুতে ইউএসসিআইএসে প্রায় নয় হাজার কর্মচারী ছিলেন। বর্তমানে এই সংখ্যা ২০ হাজারে উন্নীত হয়েছে। দেশ ও বিশ্বজুড়ে ২০০টিরও বেশি অফিস রয়েছে, যা সংস্থাটির ২০ বছরের ইতিহাসে বিশ্বের সর্বোচ্চ কর্মচারীর সংখ্যা।