গন্ধ শুঁকেই সাড়ে ৮ লাখ ডলার উদ্ধার

বিশ্বচরাচর ডেস্ক : জার্মানির ডসেলডরফ এয়ারপোর্ট থেকে কেউ যদি অর্থ চোরাচালান করতে চায়, তাকে কাস্টমসের লুকে নামের এক প্রশিক্ষিত কুকুরকে মোকাবেলা করতে হবে। নির্ধারিত ১০ হাজার ইউরোর বেশি অংকের অর্থ নিয়ে আপনি যদি জার্মানিতে ঢোকার চেষ্টা করেন গন্ধ শুঁকে সে নির্ঘাত আপনাকে ধরে ফেলবে। ইতোমধ্যেই সে শুল্ক বিভাগের গর্বের ধন হিসেবে চিহ্নিত হয়েছে। চাকরি জীবনের তিন মাসে জার্মান শেফার্ড লুকে ঘ্রাণ শুঁকে উদ্ধার করেছে ৮ লাখ ৪৭ হাজার ডলারেরও বেশি। কাস্টমস কর্মকর্তা বলেন, ডসেলডরফ বিমানবন্দর থেকেই তার এই অর্জন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লুকেকে নিয়োগ দেয়া হয়। তখন তার বয়স দুই বছর। এরপর তাকে ব্যাপকভাবে প্রশিক্ষণ দেয়া হয়। বড় অংকের অর্থ কেউ সরাচ্ছে কি না তা ঘ্রাণ শুঁকে বের করার জন্য তাকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়। লুকে ডিসেম্বরে স্নাতক ডিগ্রি লাভ করে এবং ফেব্রুয়ারির মধ্যে ১২টি সফল অভিযান পরিচালনা করে।