বিশ্বচরাচর ডেস্ক : যুক্তরাজ্যের ক্যাম্যান দ্বীপপুঞ্জের গভর্নরের পদ থেকে আনোয়ার চৌধুরীকে সরিয়ে দেয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর কেম্যান দীপপুঞ্জের গভর্নর অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সরকারের একজন মুখপাত্র জানান, আনোয়ারকে এ পদ থেকে প্রত্যাহার করা হলেও তিনি লন্ডনে কূটনৈতিক পদে ফিরতে পারেন। এর আগে, চলতি বছরের জুনে তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে লন্ডনে ডেকে পাঠানো হয়। আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তাধীন বলে জানা গেছে।
- বিজ্ঞাপন -