গাছ

জর্জেস মোহাম্মদ

শুধু নিজ আঙিনায়, একটি গাছ লাগাও।
যে মাটি দিয়েছে ঠাঁই, যে বায়ু করেছে আলিঙ্গন,
মাটি ও বায়ু করেছে ঋণী, বিশ্ব জীবে, গড়েছে বন্ধন।
একটু দাঁড়াও, চারদিকে তাকাও, আমাকে বাঁচাও।

হে মানুষ! একটু দাঁড়াও, চারদিকে তাকাও।
আমি গাছ বলছি, আমাকে বাঁচাও।
জন্ম থেকে শ্মশানে, রোধী জলবায়ু দূষণে।
ধ্বংসের মুখে পৃথিবী, প্রকৃতি বাঁচাও।