গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইশরপুর এলাকায় কৃষক বিল্লাল হোসেন ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গত ২৩ এপ্রিল দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া মামলার রায়ে ওই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার ইশরপুর গ্রামের ফালান, ছাদির আলী, কাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, আবদুস ছামাদ, হুমায়ুন, রুস্তম, ফারুক, মানিক ও আলম। আসামিদের মধ্যে কাদির, কালাম, বাজিত, ওসমান, হুমায়ুন ও রুস্তম রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।
গাজীপুর আদালতের পিপি এ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মদ জানান, উপজেলার ঈশ্বরপুর গ্রামে ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় কদু চুরির বিষয় নিয়ে কথা বলার জন্য ওই কৃষককে রুস্তম আলী ইশরপুর বাজারে ডেকে আনেন। সেখানে বিল্লাল হোসেন ও তার কর্মচারী জাকারিয়ার সঙ্গে আসামি কাদির ও ছাদিরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মামলার আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কৃষক বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে ওই থানার উপপরিদর্শক মহাদেব বর্ধন তদন্ত করেন। পরে উপপরিদর্শক আবদুস শহীদ মামলাটি পুনঃতদন্ত করে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৩ এপ্রিল দুপুরে ওই মামলার রায় ঘোষণা করা হয়। এতে ১৩ জন আসামিকেই মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেন।