গাজীপুরে টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন

ঠিকানা অনলাইন : গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিনগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারিপার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, আগুনে বিপুল পরিমাণ তুলা ও গোডাউনে রক্ষিত সুতা পুড়ে যায় বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ঠিকানা/এসআর