ঠিকানা রিপোর্ট : প্রবাসের আঞ্চলিক সংগঠন গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর বর্ণাঢ্য অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১ জানুয়ারি রোববার নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি এমডি এ জুয়েলের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা নাইম আহমেদ। গেস্ট অব অনার ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রধান উপদেষ্টা আবুল মনসুর খান, উপদেষ্টা ইকবাল হোসেন ভূঁইয়া বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা সিরাজুল মোড়ল বাবুল, সাবেক সভাপতি ও উপদেষ্টা মাসুদ রানা, প্রতিষ্ঠাতা শাহ আলম, ইয়েলো সোসাইটির সভাপতি সভাপতি শরীফ আহমেদ লস্কর, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ’র উপদেষ্টা হুমায়ুন ইসলাম, উপদেষ্টা এনামুল কবির, জাইদুল ইসলাম জাহিদ, আপন খান, ইয়েলো সোসাইটির সাবেক সভাপতি তুষার ভূঁইয়া, উপদেষ্টা মেহেদী হাসান, উপদেষ্টা মনি আহমদ, আমীর হোসেন কামাল, উপদেষ্টা মুকলেছ ইসলাম, উপদেষ্টা তাসলিমা আহমেদ, উপদেষ্টা সাইফুল্লাহ ভূঁইয়া, উপদেষ্টা পেটিক রোজারিও, উপদেষ্টা মীর জাকির, জাইদুল বাসেত, উপদেষ্টা অরুন খান, উপদেষ্টা মিজানুর রহমান, উপদেষ্টা নূরুন নাহার বাগমার প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও বাইবেল পাঠ এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার বৃন্দ। কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পরররই সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবু আগামী দিনে গাজীপুর জেলা এসোসিয়েশনের কি কি কার্যক্রম হবে তা তুলে ধরেন। সভাপতি এমডি এ জুয়েল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, রন্টি, সরোয়ার জাহান জীবন, গাজী এস এ জুয়েল, লিপি রোজারিও এবং কামরুন নাহার রিতা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় নৃত্যশিল্পী আননা হাওলাদার।
অভিষিক্তরা হলেন-সভাপতি এমডি এ জুয়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবু, সহ-সভাপতি গাজী এ জুয়েল, সাজেদা আক্তার লুবনা, ওমর ফারুক মোড়ল ও ইমরানুল হক টিপু, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তুহিন ও সবুজ মাহমুদ, সাংগঠনকি সম্পাদক মো. মাসুদ শিকদার ও কাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ আহসান হাবিব রতন, সহ-কোষাধ্যক্ষ মো. মোস্তফা সরকার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসাইন, মহিলাবিষয়ক সম্পাদক রত্না রোজারিও, দপ্তর সম্পাদক শাহ আলম প্রধান, সমাজকল্যাণ সম্পাদক মো. তারেক শেখ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুন নাহান রিতা, শিক্ষা সম্পাদক মাহবুবুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. গাজী জাকির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রনিক গমেজ, ধর্মবিষয়ক সম্পাদক হারুনূর রশিদ এবং কার্যকরি সদস্য রুহুল আমিন ইকবাল, এমডি মাহবুব রহমান, জাকির ফরাজি, মোশাররফ হোসাইন রিয়াজ, মোহাম্মদ মহসিন ফকির, বাসুদেব চন্দ্র শীল, মো. মোমেন ভূঁইয়া ও মিয়া বাদল।