এইচ এম আকতার, গাজীপুর থেকে : দৃশ্যত তেমন কেনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) নিয়ন্ত্রিত গণতন্ত্রের নির্বাচন শেষ হলো। কেন্দ্রের ভেতরে ধানের শীর্ষ প্রতীকের কোনো এজেন্ট নেই। বাইরে কোনো ক্যাম্প নেই। এমনকি প্রকাশ্যে কাউকে ধানের শীর্ষের ব্যাজ পরে ঘুরতেও দেখা যায়নি। কোনো কেন্দ্রে মারামারি কিংবা হাতাহাতিও হয়নি। দেখলে কেউ বুঝতেই পারবে না গাসিক নির্বাচনে বিএনপির সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাইরে ভোটের অপেক্ষা দীর্ঘলাইন। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষমাণ লাইন শেষ হচ্ছে না। এমন নীরবতায় কেন্দ্রের ভেতরে চলছে নৌকায় সিলমারার মহোৎসব। প্রতিবাদ করার কেউ নেই। এ যেন নিয়ন্ত্রিত গণতন্ত্র।
কিন্তু জেলা রিটার্নিং অফিসার রাকিব উদ্দিন ম-ল বললেন ভিন্ন কথা। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তিনি গাসিকবাসিকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দু-একটি কেন্দ্রে সমস্যার কথা আমাদের কাছে সকালে এসেছিল তা আমরা সমাধান করেছি। ভোটারই নিজেই ইচ্ছামতো ভোট দিতে পেরেছে।
গত ২৬ জুন রাত পৌন ২টা পর্যন্ত অসমর্থিতসূত্রে সর্বশেষপ্রাপ্ত তথ্যানুযায়ীÑ ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৩৪৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৩ লাখ ৫৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৫৫ ভোট। ব্যালট পেপার ছিনতাই ও অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও নৌকা প্রতীক ধানের শীষের চেয়ে প্রায় দুই লাখের মতো ভোটে এগিয়ে আছে। অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলে ধানের শীষ প্রতীকের পক্ষে বিজয়ী হওয়া এক প্রকার অসম্ভব বলে নিশ্চিত করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। ফলে জাহাঙ্গীরে জয় শতভাগ নিশ্চিত।
গত ২৬ জুন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিভিন্ন কারণে সাতটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার। বাকি ৪১৮টি কেন্দ্রে প্রকাশে কোনো সমস্যা হয়নি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকালে টঙ্গী এবং গাজীপুরের ১০টি কেন্দ্রে ধানের শীর্ষ প্রতীকের কোনো এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি। গাছা উচ্চবিদ্যালয় কাউনিয়া, নওগাঁ, এরশাদনগর কমলেশ্বর, কাসেমপুরে পাঁচ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসা প্রভৃতি এলাকার কেন্দ্রে কোনো ধানের শীর্ষের প্রতীক প্রবেশ করতেই দেয়া হয়নি। এরপর বেলা বাড়ার সাথে সাথে এজেন্ড বের করে দেয়ার সংখ্যা বাড়তে থাকে। দুপুর ১২টার মধ্যে প্রায় সব কেন্দ্র থেকেই এজেন্ডদের বের করে দেয়া হয়।
সকালেই প্রায় ১৫টি কেন্দ্র ঘুরে দেখা গেছে ধানের শীর্ষের কোনো এজেন্ট নেই। এজেন্ট নেই কেন জানতে চাইলে নৌকা প্রতীকের এজেন্টরা বলেন ধানের শীর্ষের এজেন্ট বাথরুমে। আবার কেউ বলছেন, নাশতা খেতে বাইরে গেছেন, আবার কখনও বলা হয়েছে ভোট দিতে গেছেন। আসল কথা হলো তাদের বের করে দেয়া হয়েছে। অনেক কেন্দ্রে আবারও আওয়ামী লীগের লোকদের ধানের শীর্ষের প্রতীকের এজেন্ট হিসেবে দেখানো হয়েছে। তাদের কাছে প্রার্থীর মনোনীত আইডি ছিল না। কিন্তু কোথায় কোনো প্রতিবাদ নেই।
এ দিকে বেলা ১১টায় কেজি আদর্শ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ১৩ বছরের কিশোর ভোট দিচ্ছেন। তার বয়স এবং পরিচয় জানতে চাইলে প্রিজাডিং অফিসার বলেন, আমাদের কিছু করার নেই। কাউকে দেখে তো আর বয়স নির্ণয় করা যায় না।
এ দিকে রানী বিলাসমনি বালক উচ্চবিদ্যালয়ে প্রায় শতাধিক নারী ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করতে পারেননি। এটি ছিল ইভিএম ভোট কেন্দ্র। তাদের নামের সাথে ছবির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অভিযোগে তাদের ভোট দিতে দেয়া হয়নি। তাদের অভিযোগে সরাসরি রিটার্নিং অফিসার রাকিব উদ্দিনের কাছে দিয়েও কোন লাভ হয়নি।
এই কেন্দ্রেও দুপুর ১২টার পরে প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। একইভাবে গাছা ইউনিয়নে সকাল থেকে ভোটারদের দাঁড় করিয়ে রেখে ছাত্রলীগের নেতারা নৌকায় সিল মারে। অনেকে ৪-৫ ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোট না দিয়ে চলে যান। এ কেন্দ্রে সাংবাদিকরা সিলমারার ছবি তোলতে চাইলে তাদের ক্যামরা ছিনিয়ে নেন ছাত্রলীগ নেতারা। পরে ছবি না তোলার শর্তে ক্যামরা নেয়া হয়েছে।
এসব আওয়ামী নেতারা বলেন সাংবাদিক প্রবেশ করল কি করে। তিনি বলেন, তোদের না বলেছি সাংবাদিক এলে আমাদের বলবি। তারা প্রবেশ করল কি করে।
এসব অনিয়ম আর সিলমারার মহোৎসবকে স্বীকার করতে রাজি নন নির্বাচন কমিশন। তারা বলছেন বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমরা সন্তুষ্ট। আমরা সবার সহায়তা চাই।
এ দিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন স্থগিতের দাবি জানান হাসান উদ্দিন সরকার। তিনি বলেন দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্রের নির্বাচন চলছে। বাইরে ফিটফাটভেতরে সদরঘাট। বাইরে শান্ত নীরব পরিবেশ হলেও ভেতরে সিলমারার মহোৎসব চলছে। এটি কোনোভাবে মেনে নেয়া যায় না।
হাসান সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট মো. সোহরাব উদ্দিন বেলা সাড়ে ৩টায় নির্বাচন স্থগিত করার আবেদন রিটানিং অফিসার কার্যালয়ে জমা দেন। তিনি জানান, নির্বাচনে সাড়ে ৩০০ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এ নিয়ে গত ২৬ জুন বিকেল ৪টায় নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পাশাপাশি বিকেল ৪টায় সাংবাদিকদের ডেকে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন অন্তত ৪০০ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, কাউলতিয়া ২১ নং ওয়ার্ড জহিরউদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির কোনো এজেন্টকে ঢুকতে দেয়নি। এখানে সকাল থেকে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে। পুলিশ প্রশাসনের কাছে বলে কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এর আগে গত ২৬ জুন রাতে ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম কেন্দ্রের এজেন্ট এবং বিএনপি নেতা অ্যাডভোকেট মানিককে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর বিকল্প এজেন্ট সেলিম রেজা দায়িত্ব পালন করতে গেলে ডিবি পুলিশ তাকেও ধরে নিয়ে যায়। এর পর এখানে সিল মারা শুরু হয়। এজেন্ট না থাকার আর কেউ প্রতিবাদ করতে পারেনি।
একই সঙ্গে ১১ নং ওয়ার্ড খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ডিবি পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন ঢুকে বিএনপির সিরাজুল ইসলামসহ সব এজেন্টদের বের করে দেয়।
পাশাপাশি ৭ নং ওয়ার্ড দারুল উলুম মাদরাসা কেন্দ্র, ৩০ নং ওয়ার্ড বালুচাপলি কেন্দ্র, ৩০ নং ওয়ার্ড নীলের পাড়া কেন্দ্র, ৩০ নং ওয়ার্ড কানাইয়া কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, কলমেশ্বর প্রাইমারি স্কুল কেন্দ্রে বিএনপির সাতজন এজেন্টের কাছ থেকে কার্ড ছিনিয়ে নেয়া হয়েছে। ৫ নং ওয়ার্ড বাগবাড়ী কেন্দ্রে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন তা-ব চালিয়েছে। ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদেরকে বের করে দিয়েছে পুলিশ।
এ ছাড়া ২ নং ওয়ার্ড লতিফপুর কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে নুরুল হক মেম্বারের নেতৃত্বে সকাল থেকে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। নজরুন ইসমাইল পাঠান একাডেমি কেন্দ্রের সব এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে। ৮ নং ওয়ার্ড পারিজাত কেন্দ্র ছাত্রদল নেতা হিমেলকে মারধর করে ২২ জন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। কাশিমপুর ৬ নং ওয়ার্ড পাইন শাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এজেন্টদের বের করে দিয়েছে। লোহাকুর মাজার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারা হয়েছে।
এ ছাড়া মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় আওয়ামী লীগের শিরিশ চেয়ারম্যানসহ সন্ত্রাসীরা এজেন্টদেরকে বের করে দেয়ার জন্য বল প্রয়োগ করেছেন। এখানেও দুপুর ১২টার পরে প্রকাশ্যে সিল মারা হয়েছে। এ ছাড়া ৩৫ নং ওয়ার্ড বায়তুস সালাম কেন্দ্র, ২৬ নং ওয়ার্ড শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্র ও অথেন্টিক আইডিয়াল স্কুল কেন্দ্র, ভানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ওয়ার্ড ২৪ বিডিপি স্কুল কেন্দ্র, ২৮ নং ওয়ার্ড লাগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ২৮ নং ওয়ার্ড হারিনাল উচ্চবিদ্যালয় কেন্দ্র, ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর কেন্দ্র, টঙ্গী নোয়াগাঁও শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চবিদ্যালয় কেন্দ্র, কাশিমপুর বাগবাড়ী মাদরাসা ও সুরপাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ১১ নং ওয়ার্ড জয়ের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গাছা ৩৪ নং ওয়ার্ড অনন্ত মডেল স্কুল, শরীফপ্রর দাখিল মাদরাসা কেন্দ্র, জিয়াস খান উচ্চবিদ্যালয় কেন্দ্র, সাবেক গাছা ইউনিয়নের সব কেন্দ্র পুলিশ দখল করে সিল মেরেছে। পাশাপাশি পূবাইল রহমানিয়া মাদরাসা কেন্দ্রে মহিলা পুলিশ সিল মেরেছে বলেও তিনি অভিযোগ করেন।
ভাওয়াল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নগরীর ১৭নং ওয়ার্ডের মুগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিএনপির পোলিং এজেন্ট আমিনুল ইসলাম জানান, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই ভোটকেন্দ্র দখলে নেন নৌকা প্রতীকে লোকজন। এ সময় তারা বিএনপির এজেন্টদের বের করে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মারতে থাকে। এতে ওই কেন্দ্রে ব্যালট পেপার শেষ হয়ে যায়। এ সময় কেন্দ্রের বাইরে ভোটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও বালট পেপার না থাকায় কিছু সময়ের জন্য ভোট গ্রহণ থেমে যায়। একপর্যায়ে ভোটাররা ব্যালট পেপারের দাবিতে বিক্ষোভ করেন।
এ ঘটনায় রিটার্নিং অফিসার রাকিব উদ্দিন ম-ল জানান, দু-একটা কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তবে এখনই তা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। আমরা সর্বশেষ ফলাফল পর্যন্ত অপেক্ষা করব। নির্বাচন এখনও সুষ্ঠু ও আবাধ আছে। এখনো প্রচুর ভোটার আমরা ভোটকেন্দ্রে দেখেছি মহিলা ভোটারও আছে। তারা নির্বিঘেœ ভোট প্রদান করছে। যে কয়েকটি কেন্দ্রে গোলযোগ হয়েছে সেসব কেন্দ্রে তদন্তসাপেক্ষে আমরা ব্যবস্থা নেবো।
বিএনপি যে অভিযোগ করেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ইতোমধ্যে আমরা অভিযোগগুলো রিসিভ করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে লিখছি।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ দুপুরে স্থানীয় রাণী বিলাস মনি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের জানান, সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। কোনো রির্টানিং অফিসারও অভিযোগ করেননি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী প্রিন্সিপাল নাসির উদ্দিনও নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। দলের গাজীপুর সিটি নির্বচানী কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
গাজীপুর সিটি নির্বাচনে ভোট বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী হাসান উদ্দিন সরকার। তবে তিনি ভোট বর্জন করবেন না বলে জানান। গত ২৬ জুন বেলা সোয়া ১টায় গাজীপুর জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তিনি।
হাসান উদ্দিন সরকার বলেন, প্রায় শতাধিক বুথ থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ব্যালট ছিনতাই করে জাল ভোট দেয়া হয়েছে। এভাবে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি এ ভোট বন্ধের দাবি জানাই। তবে আমি ভোট বর্জন করব না। শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে দেশবাসীকে আওয়ামী লীগের স্বরূপ দেখাতে চাই। দেশবাসীকে দেখাতে চাই আওয়ামী লীগ কীভাবে ভোট কারচুপি করে নির্বাচন করে।
তিনি বলেন, আমি রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেবো। ভোট বন্ধের দাবি জানাব।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে গত ২৬ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে বিভিন্ন অভিযোগে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থগিত কেন্দ্রগুলো হলোÑ খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় কেন্দ্র-১ (নং-৩৭২), খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় কেন্দ্র-২ (নং ৩৭৩), হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নং-৩৮১), জাহান পাবলিক দত্তপাড়া টঙ্গী কেন্দ্র (নং-৩৪২), ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নং-৯৮), কুনিয়া হাজী আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (নং-২৪৩), কুনিয়া হাজী আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (নং-২৪৪), মেশিন টুলস উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ (নং-১৬১) এবং বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূবাইল কেন্দ্র (নং ২৭৪)।
তারিফুজ্জামান জানান, কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ইসির সঙ্গে পরামর্শ করে বিধি মোতাবেক ভোট গ্রহণ স্থগিত করে রিটার্নিং অফিসারের কাছে তালিকা পাঠিয়েছেন। এসব কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৯৩৫ জন।