
ঠিকানা রিপোর্ট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। তিনি চলতি মাসের শুরুতে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেন। এরপরই তিনি সহ ৩ নেতাকে জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য হিসাবে নিযুক্ত করা হয়। জিল্লুর রহান জিল্লু ও মিল্টন ভূইয়া সহ তাদের সফরসঙ্গী অন্যান্য নেতা এর আগেই ফিরে আসেন। গিয়াস আহমেদ লন্ডন সফর শেষে, সৌদি আরবে ওমরাহ পালন করেন এবং দুবাই সফর করেন। এরপর তিনি ১৭ মার্চ যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। তিনি ফিরে আসার পর জেএফকে এয়ারপোর্টে তাকে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কর্মীরা শুভেচ্ছা জানান। এর পাশাপাশি জ্যাকসন হাইটসের কাবাব কিংয়েও তাকে সংবর্ধনা দেয়া হয়।
এম এ বাতিন বলেন, এয়ারপোর্ট এবং কাবাব কিং এ অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসিম উদ্দিন ভুইয়া, যুবদলের আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, মোশারফ হোসেন সবুজ, সাইদুর রহমান সাইদ, ইঞ্জিনিয়ার সায়েম রহমান, জাহাঙ্গীর সারওয়ার্দী, সৈয়দা মাহমুদা শিরিন, মিজানুর রহমান মিজান, কাওছার আহমেদ, আবুল কাশেম, মাজহারুল ইসলাম জনি, সাইফুর খান হারুন, হাসান মাহমুদ, খলকুর রহমান, ফয়েজ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, শাহাদাত হোসেন রাজু, রিপন মিয়া, গোলাম হায়দার মুকুট, দেওয়ান কাওছার, মনির হোসেন, মেহরাব রাজা চৌধুরী, শাহরুখ ইসলাম ফারহান, মুজিবর রহমান লাবলু,রুহেলুজামান চৌধুরী ও আবুল কালাম।