ঠিকানা অনলাইন : ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে রাজধানীর গুলশানে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন।
১৫ জানুয়ারি রোববার বিকেল চারটার দিকে গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ বলেন, ‘একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।’
তিনি জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল। পুলিশ দুজনকেই আটক করেছে।
গুলশান থানার পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ আমিনুলকে পুলিশের হেফাজতে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় গ্লোরিয়া জিন্স কফিসের গুলশান-১ এর আউটলেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল সাড়ে পাঁচটায় রেস্টুরেন্টের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
ঠিকানা/এনআই