গোলের পরই লাল কার্ড দেখেন আবুবকর

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : খেলার নির্ধারিত সময় পেরিয়ে গেছে। অতিরিক্ত আরও ৯ মিনিট যোগ হয়েছে। দ্বিতীয় মিনিটেই গোল করলেন ক্যামেরুন অধিনায়ক ভিনসেন্ট আবুবকর। ব্রাজিলের জালে বল জড়িয়ে উচ্ছ্বাস আর ধরে রাখতে পারেননি। খুলে ফেলেন জার্সি। আর তাতেই দেখতে হয় হলুদ কার্ড। আগেও একটা হলুদ কার্ড থাকায় রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান তাকে।

বাঁ দিক থেকে নম এমবেকির একটি ক্রস থেকে হেড করেই ব্রাজিলের জালে জড়ান আববুকর। তাতেই এগিয়ে যায় ক্যামেরুন। সেই গোল পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে যান তিনি। বাঁধভাঙা উল্লাসের মাঝে আনমনেই নিজের জার্সি খুলে ফেলেন তিনি, ফুটবলের যা আইনসম্মত নয়। তাই তাকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ৮১ মিনিটে ব্রাজিলের মার্টিনেলিকে ফাউল করে হলুদ কার্ড দেখতে হয়েছিল আবুবকরকে। সেই কার্ড দেখার ১১ মিনিট পর জার্সি খোলার দায়ে ফের হলুদ কার্ড পেতে হয়। ফুটবলে দুই হলুদ মিলে যে লাল হয়ে যায়। আর তাই ক্যামেরুন অধিনায়ককে লাল কার্ড দেখান রেফারি। তখনই বেরিয়ে যান মাঠ থেকে।

তবে নামার সময় তার চোখে-মুখে ছিল না উদ্বেগ। উল্টো হাসিমুখেই মাঠ ছেড়েছেন। কারণ এই ম্যাচ জিতলেও শেষ ষোলোতে যে আর যাওয়া হচ্ছে না, সেটা আগেই জানা ছিল তার। তাই নিজেকে সংযত রাখার বাঁধাধরা নিয়মের জালে আর বেঁধে রাখেননি তিনি। আর তার সেই কার্ডও খেলায় কোনো প্রভাব ফেলেনি। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্যামেরুন।

ঠিকানা/এনআই