ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কের বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটিতে অতি সম্প্রতি যাত্রা শুরু করে ব্যাপক সাড়া জাগানো ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ এর প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় কুইন্সের জ্যাকসন হাইটসের ৭১-২৪ ৩৫ এভিনিউ-এ ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ এর প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়। ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডামস, স্টেট সিনেটর জন ল্যূ, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ এর প্রেসিডেন্ট এবং সিইও বিশিষ্ট ব্যবসায়ী, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ ফিতা কেটে ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ এর কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও বিশিষ্ট সংগীতশিল্পী রানো নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট পার্থ গুপ্ত, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, আহনাফ আলম, মোহাম্মদ রশীদ, বারী গোল্ডেন এজ হোম হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, রফিক আহমেদ প্রমুখ। ফিতা কাটার আগে গোল্ডেন এজ হোম কেয়ারের কার্যালয় পরিদর্শনে আসেন কুইন্স বোরো প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাভান রিচার্ডস, অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজ কুমার।
ফিতা কেটে উদ্বোধনের আগে অফিস ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। এসময় এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এরিক এডাম্স বলেন, শাহ নেওয়াজ একজন সফল ব্যবসায়ী। এই কমিউনিটিতে রয়েছে তার ব্যাপক অবদান। নানা ব্যবসার পর তিনি এবার সেবার মনোবৃত্তি নিয়ে সেবাধর্মী নতুন প্রতিষ্ঠান ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ নিয়ে কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন। এই প্রতিষ্ঠান নতুন হলেও ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে আমরা জানতে পেরেছি। সে কারণে আজ আমরা ছুটে এসেছি এই হোম কেয়ারের প্রধান কার্যালয়ের উদ্বোধন করতে। স্টেট সিনেটর জন ল্যূ বলেন, আমরা জানি এক ছাদের নিচে এসেই নিউইয়র্কের অসহায় এবং সেবাপ্রত্যাশী মানুষগুলো তাদের প্রত্যাশিত সেবা নিয়ে যাবেন। আমরা আশা করি দিন যতই যাবে ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ দ্রুত তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যাবে।
অ্যাসম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিণ বলেন, একজন সফল মানুষ সবখানে সফল হন না। কিন্তু শাহ নেওয়াজ সব ক্ষেত্রেই সফল। তিনি যেমনি ব্যবসা করে সফল হয়েছেন, তেমনি কমিউনিটি সেবা দিয়েও সফল হচ্ছেন। কারণ আজকের উপস্থিত বলে দেয় শাহ নেওয়াজের প্রতি কমিউনিটির মানুষের আস্থা ও বিশ্বাসের চিত্র।
‘গোল্ডেন এজ হোম কেয়ার’ এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ বলেন, এই হেলথ হোম কেয়ার এজেন্সিটি অন্য কোনো হোম কেয়ার এজেন্সি’র শাখা না, এটি সরাসরি নিউইয়র্ক স্টেটের লাইসেন্সধারী প্রতিষ্ঠান। যে কেউ প্রশিক্ষণ ছাড়াই নির্ধারিত নিয়মে প্রিয়জনকে সেবা দিয়ে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারছেন এখান থেকে। এই প্রতিষ্ঠানে এইচএইচএ/পিসিএ সার্ভিস ও নার্সিং সার্ভিস প্রদান করে থাকে।
‘গোল্ডেন এজ হোম কেয়ার’- বর্তমানে নিউইয়র্কের ৪টি শাখা থেকে সেবা কার্যক্রম পরিচালনা করছে। শাখাগুলো হচ্ছে- যথাক্রমে (১) ৭১-১৬ ৩৫ এভিনিউ, জ্যাকসন হাইটস, (২) ৫০৯ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিন, (৩) ৮৩১ বুরাক এভিনিউ, ব্রঙ্কস এবং (৪) ১৬৯-২৬ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা। এখন থেকে ৭১-২৪ ৩৫ এভিনিউ, জ্যাকসন হাইটস কার্যালয়টিই প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
তিনি বলেন, ‘গোল্ডেন এজ হোম কেয়ার’-এর সিডিপ্যাপ লেক্সা লাইসেন্স আছে, যে কারণে বাড়িতে এইড পাঠানোসহ হাসপাতাল ও নার্সিং হোমে নার্স সরবরাহ করতে পারে। কমিউনিটিতে এই লাইসেন্স দুই-একটি প্রতিষ্ঠান ছাড়া কারো নেই। শাহ নেওয়াজ বলেন, বাংলা ভাষার প্রতি লক্ষ্য রেখে তিনি ‘ক্যারিয়ার একাডেমি অব নিউইয়র্ক ’ নামে এইচএইচএ/পিসিএ সার্ভিসের জন্য নার্স ট্রেনিং স্কুল চালু করা হয়েছে, যা সপ্তাহে সাত দিন খোলা থাকছে। প্রায় এক বছর আগে শুরু হওয়া ‘গোল্ডেন এজ হোম কেয়ার’ করোনা মহামারীর সময়েও সেবা প্রদান অব্যাহত রেখেছিল।
তিনি বলেন, বিভিন্ন কমিউনিটির সাথে নানামুখী ব্যবসা নিয়ে আমি কাজ করি। এ ব্যাপারে বাঙালিসহ নানা জনের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি। এতে ব্যবসাও হচ্ছে আর সেবাধর্মী কাজ করে আনন্দও পাচ্ছি। ‘গোল্ডেন এজ হোম কেয়ার’-এর সেবা পেতে যে কেউ প্রতিষ্ঠানের চারটি শাখার যেকোনোটিতে যোগাযোগ করতে পারেন। অথবা ফোন করতে পারেন ৭১৮-৭৭৫-৭৮৫২ এই নাম্বারে।