স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতলেন বেলজিয়ামের গোলকিপার কুর্তোয়া। পুরো টুর্নামেন্টজুড়ে কুর্তোয়ার গোল কিপিং ছিল দেখার মতো। নান্দনিক সব সেভ করে নিশ্চিত সব গোল বাঁচিয়েছেন তিনি। এবার গোল্ডেন গ্লাভস জেতায় অবশ্য তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
কুর্তোয়া ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার হাতের কাছে ম্যাচ হেরে বসেছিল সেলেকাওরা। ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমারের শট পোস্টের উপর দিয়ে উড়িয়ে দিয়েছিলেন কুর্তোয়া। এ ছাড়া আরো অনেক ম্যাচেই তার জন্যই মূলত ম্যাচ জিতেছে বেলজিয়াম। আর তার পুরস্কারও জিতলেন তিনি। হলেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।
আসলে একটি বিশ্বকাপের সাথে মিশে থাকে অজস্র গল্প। একটি দল জিতে যায় বিশ্বকাপ। সেই সাথে রচিত হয় অংশগ্রহণকারী ফুটবলারদের জীবনের বিভিন্ন না ভোলা মুহূর্ত। ইতিহাসে জায়গা করে নেয় অনেকের নাম। সাধারণ কোনো দলের কারো অসাধারণভাবে জ্বলে উঠা কিংবা অসাধারণ কারো আরও অসাধারণ হয়ে উঠার সাক্ষী হয়ে থাকে বিশ্বকাপ।