ঠিকানা অনলাইন : রাজধানীর বাড্ডা থানায় স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটডিলিয়ন (র্যাব)। পরে ২২ নভেম্বর (রবিবার) ভোর সোয়া ৬টার দিকে তাকে থানায় সোপর্দ করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্রসহ বিদেশে মদ ও বিদেশি মুদ্রা রাখার অভিযোগে তিনটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রত্যেকটি মামলায় আলাদা করে তার সাত দিনের করে রিমান্ড চাইবে।’
এর আগে, গত ২০ নভেম্বর দিনগত রাত থেকে মনিরের বাড্ডাস্থ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর করা ব্রিফিংয়ে বাড্ডার ১১ নম্বর রোডে অবস্থিত ছয়তলা ভবনের সেই বাসা থেকে অস্ত্র, মাদকসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও নগদ টাকা জব্দ করার বিষয়টি জানায় র্যাব।
বিফ্রিংয়ে রাজধানীর গাউছিয়া মার্কেটের কাপড়ের দোকানের সাধারণ বিক্রয়কর্মী মনিরের ‘গোল্ডেন মনির’ হয়ে ওঠার গল্প জানান র্যাবের পরিচালক (আইন ও মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, ‘অভিযানকালে মনিরের বাসা থেকে ১০টি দেশের বৈদেশিক মুদ্রা (বাংলাদেশি ৯ লাখ টাকা), ৬০০ ভরি সোনা (প্রায় আট কেজি) ও এক কোটি ৯ লাখ টাকা নগদ জব্দ করেছি।’
ঠিকানা/এমআরএম