ঠিকানা রিপোর্ট : বর্ণিল আয়োজনে নিউইয়র্কে উদযাপিত হলো উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ৯৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে স্থানীয় সময় ৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মোমবাতি প্রজ্জ্বলন, গান ও কথায় গৌরীপ্রসন্ন মজুমদারকে স্মরণ করা হয়। এ অনুষ্ঠানে গৌরীপ্রসন্ন মজুমদারের পাবনার বাড়িটিকে স্মৃতি জাদুঘর করার জোর দাবি জানানো হয়।
গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ নিউইয়র্ক আয়োজিত এ অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষেরা অংশ নেন।
সংস্কৃতিকর্মী স্বাধীন মজুমদারের সঞ্চালনায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ নিউইয়র্কের আহ্বায়ক ও ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে হাজির হয়ে গৌরীপ্রসন্ন মজুমদারের সংক্ষিপ্ত জীবন পরিচয় তুলে ধরেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, মনজুর আহমেদ, ড. উবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহম্মেদ শাম্মু, জাকারিয়া চৌধুরী, শুভ রায়, সংগঠনের সদস্য সচিব গোপাল সান্যাল প্রমুখ।
অনুষ্ঠানে গানে ও কথায় গৌরীপ্রসন্ন মজুমদারকে স্মরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, শাহ মাহবুব, চন্দন চৌধুরী, শাহানা ভট্টাচার্য। এর আগে তারা প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অধ্যাপিকা হুসনে আরা, প্রখ্যাত গীতিকার মাহফুজুর রহমান, নাট্যাভিনেত্রী রেখা আহমেদ।
অনুষ্ঠানে গৌরীপ্রসন্ন মজুমদারের গান গিটারের সূরে তুলে আনেন কিশোরশিল্পী মাস্টার মজুমদার।

বক্তারা গৌরীপ্রসন্ন মজুমদারের স্মৃতিচারণ করে বলেন, গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালে ৫ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। ‘গানের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গৌরীপ্রসন্ন মজুমদার যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। তাঁর অবদানকে স্মরণ করতে এবং নতুন প্রজন্মকে এই মহান শিল্পীর অবদানের কথা জানাতে তাঁর জন্মস্থান পাবনায় স্মৃতি রক্ষা খুবই জরুরি বলেও অভিমত পোষণ করেন তারা।
৭১-এর কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় তাঁর প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ স্মৃতিতে গৌরীপ্রসন্নকে তুলে ধরেন। একাত্তরে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের পরিচয়ের সূত্রে স্বল্প সময়ের মধ্যে কীভাবে গৌরীপ্রসন্ন তাঁকে স্নেহের বন্ধনে আবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের প্রতি তার অসীম ভালবাসার কথাও উল্লেখ করেন তিনি ।
অনুষ্ঠানে গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ নিউইয়র্কের সদস্য সচিব গোপাল সান্যাল গৌরীপ্রসন্ন মজুমদারের পাবনার বাড়ি সংরক্ষণের দাবি জানান। এ প্রসঙ্গে গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ নিউইয়র্কের আহ্বায়ক মুহম্মদ ফজলুর রহমান অবিলম্বে এই বাড়িটিকে গৌরীপ্রসন্ন মজুমদার স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ নিউইয়র্ক ২০১৮ সাল থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী উদযাপন করছে।