ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এনওয়াই (জেবিবিএ)-এর সাংগঠনিক সম্পাদক ও প্রিন্ট ফেয়ারের সত্ত্বাধিকারী আতিকুল ইসলাম জাকিরের বাবা ও বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার ইন্তেকাল করেছেন। গত ২৯ জানুয়ারি রোববার ভোরে কানাডার মন্ট্রিয়ালের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা বাবুল আক্তার দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। গত ২৯ জানুয়ারি রোববার ভোরে তিনি মারা যান।
কানাডার মন্ট্রিয়ালে প্রথম নামাজে জানাযা শেষে মরহুমের লাশ দেশে গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কসবায় নিয়ে যাওয়া হয়। সেখানে ৬ ফেব্রুয়ারি সোমবার কসবা জামে মসজিদ প্রাঙ্গণে জোহরের নামাজের পরে পুনরায় জানাযা শেষে তাকে পাবিারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার দেশে সরকারি চাকরি করতেন। অবসর গ্রহণের পর তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। মৃত্যুকালে বাবুল আক্তার স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সন্তানদের বেশিরভাগই কানাডা ও যুক্তরাষ্ট্রের বাসিন্দা।