মো. সোহরাব আলী
আজ মানুষ গ্রামের গাছপালা কেটে তৈরি করেছে ইমারত।
বাচ্চারা যেখানে খেলাধূলায় মেতে থাকত ও পাখিদের কলতালে যে
জায়গায় মুখরিত থাকত তা হয়েছে বরবাদ।
যে গ্রামে মানুষ একত্রে সমবেত হয়ে গল্পগুজবে মেতে থাকত,
সেই গ্রামে আজ মানুষ ফেসবুকে বসে চ্যাটিং করে সময় করে অতিবাহিত।
যে গ্রামে মানুষ আগে আত্মীয়-স্বজনকে বাসায় আপ্যায়ন করত,
সেই গ্রামে আজ আত্মীয়-স্বজনকে রেস্টুরেন্টে আপ্যায়ন করে।
যে গ্রামে আজ মেয়েরা আধুনিক পোশাক পরিধান করে
সেই গ্রামে মেয়েরা আগে গ্রাম্য পোশাক পরিধান করত।
যে গ্রাম আগে ছিল ভ্রাতৃত্বের বন্ধন,
সেই গ্রাম আজ হয়েছে কখনও অপকর্মের ইন্ধন।
আজ গ্রাম শহরকে অতিক্রম করছে।
গ্রাম আর শহরের মধ্যে তাই পার্থক্য কমছে।
গ্রামের সেই আগের ঐতিহ্য ফিরে আসুক।
গ্রামকে মানুষ সবার উপরে রাখুক।
-নিউইয়র্ক।