গ্রিনকার্ডের আবেদনের সঙ্গে জমা দিতে হবে ফর্ম আই-৬৯৩

ঠিকানা রিপোর্ট : গ্রিনকার্ডের জন্য যারা আবেদন করবেন, তাদেরকে প্রয়োজনীয় সব নথিপত্র একসঙ্গে জমা দিতে হবে। বিশেষ করে, মেডিকেল রিপোর্ট ও ভ্যাকসিনেশন-সংক্রান্ত প্রয়োজনীয় নথি। যারা সব নথিপত্র একবারে জমা দেবেন, তাদের নতুন করে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্সের দরকার পড়বে না। কিন্তু যারা সব নথিপত্র একবারে জমা না দেবেন, তাদের রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্সের জন্য ইউএসসিআইএস থেকে নথিপত্র চাইবে। কোনো কেসে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স চাওয়া হলে সেই কেসগুলোতে সাধারণত সময় বেশি লাগে।
ইউএসসিআইএস থেকে ১০ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে তারা বলছে, যুক্তরাষ্ট্রে কেউ যদি পারমান্যান্ট রেসিডেন্ট হওয়ার জন্য অথবা এখানে থেকে স্ট্যাটাস অ্যাডজাস্ট করার জন্য আই-৪৮৫ ফাইল করেন, তাহলে আবেদন করার সময় তাকে সব নথিপত্র জমা দিতে হবে। গ্রিনকার্ডের আবেদন করার জন্য একটি চেকলিস্ট রয়েছে। তাতে লেখা রয়েছে, প্রাথমিক এভিডেন্সের জন্য যেসব নথি প্রয়োজন, সেগুলো ফাইল করার সময় দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আরো যেসব নথি প্রয়োজন, সেগুলোও দিতে হবে। চেকলিস্ট দেখে নথিপত্র রেডি করতে হবে। যার যার কেসের সঙ্গে যেসব নথিপত্র প্রয়োজন, সেগুলো জমা দিতে হবে। একবারে সব নথি জমা দিলে সময়ও বাঁচবে।
বলা হয়েছে, ফর্ম আই-৪৮৫-এর জন্য ফর্ম আই-৬৯৩ সহ প্রয়োজনীয় প্রাথমিক প্রমাণ এবং সহায়ক ডকুমেন্টেশন জমা দিলে অতিরিক্ত প্রমাণ এবং ডকুমেন্টেশন পাওয়ার জন্য রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) জারি করার প্রয়োজন না-ও হতে পারে। এটি বিচারের বিলম্ব এড়াতেও সাহায্য করতে পারে। আরো বলা হচ্ছে, যখন আবেদনকারী ফর্ম আই-৪৮৫ ফাইল করেন, তখন ফর্ম আই-৬৯৩, মেডিকেল পরীক্ষার রিপোর্ট এবং ভ্যাকসিনেশন রেকর্ড জমা দিলে সময় বাঁচবে। ইউএসসিআইএস সাধারণত সিভিল সার্জন ফর্ম আই-৬৯৩ স্বাক্ষর করার তারিখের পর থেকে দুই বছরের জন্য একটি সম্পূর্ণ ফর্ম আই-৬৯৩ বৈধ বলে বিবেচনা করে। অর্থাৎ এই ফর্মের মেয়াদ দুই বছর পর্যন্ত থাকে। বলা হয়েছে, ৯ ডিসেম্বর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত তারা অস্থায়ীভাবে এই শর্ত মওকুফ করেছে যে আবেদনকারী তার ফর্ম আই-৪৮৫ ফাইল করার আগে সিভিল সার্জনের স্বাক্ষরের তারিখ ৬০ দিনের বেশি হবে না। আবেদনকারী যদি ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে বা তার পরে ফর্ম আই-৪৮৫ ফাইল করেন, তাহলে তাকে ১২/২৩ ব্যবহার করতে হবে। ফর্ম আই-৪৮৫-এর ২২ সংস্করণ তারা প্রত্যাখ্যান করবে।