লাবলু কাজী :
সাদা পরীর আনাগোনা
গগন ভেদে মর্ত্য
খুশির নাচন নাচে আহ্লাদে
অবলোকনে দর্শক বৃক্ষরাজি লতাগুল্ম।
ওদের তুষারশুভ্র নরম গালে
ঠান্ডার প্রলেপ মাখা
ভাবনা আমার আবহকালের
কীভাবে পরাব গলায়, গাঁথা মালা আপনার…
ছোঁয়ার পরশ আবেগে আপ্লুত
মন ধাঁধায় ঝারঝার
হেরিনু তথায় মুখ ভরা মধু
আইসক্রিমের কীট কামড় সহনীয়।
জীবন এমনই নিউইয়র্ক তেমনই
আঙ্গুর ফল ভারী মিষ্টি
যে এসেছে হেরেছে
না এসেছে জিতেছে হার জিতের এ মেলায়…