সিঙ্গেল জীবন থেকে সংসার জীবনে প্রবেশ করতে যাচ্ছেন অভিনেতা ইরেশ যাকের। কনে মিম রশিদ, অভিনেত্রী মিথিলার বোন। এর মধ্যে হয়েছে তাদের আংটি বদল। গত ২৬ জানুয়ারি সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন দুজন। ছবির ক্যাপশনে ইরেশ লিখেছেন, ‘অ্যান্ড শি সেইড ইয়েস হ্যাপিনেস’। তবে ছবিটি প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় সেটি মুছে ফেলেন তারা। কারণ ইরেশ যাকের এখনই বিয়ের বিষয়টি খবরে আসুক সেটা চান না। তিনি বলেন, ‘বিষয়টি পারিবারিকভাবে এগোচ্ছে। এখনই বলার মতো কিছু হয়নি। বিস্তারিত জানাতে পারব এক সপ্তাহ পর। তবে এটা ঠিক যে, যাকে জীবনসঙ্গী করব বলে সিদ্ধান্ত নিয়েছি সে হ্যাঁ বলেছে।’ উল্লেখ্য, মিম রশিদ ২০১৪ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে। বিচ্ছেদ হয় ২০১৬ সালে।
- বিজ্ঞাপন -