ঘানার বিপক্ষে ব্রাজিলের বড় জয়

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বিশ্বকাপের আগেই বড় ব্যবধানে ম্যাচ জিতল ব্রাজিল। ২৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এর মধ্যে জোড়া গোল করেন রিচার্লিসন। আর বাকি গোলটি করেন মার্কিনিয়োস।

ফ্রান্সের স্তাদে ওসেয়ানে ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে ব্রাজিল। এর সুফলও নবম মিনিটে পেয়ে যায় দলটি। রাফিনিয়ার কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত হেডে গোল করেন মার্কিনিয়োস।

২৮তম মিনিটে নেইমারের দেওয়া পাসকে কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। প্রতিপক্ষের ডি-বক্স থেকে নিচু শটে জালে বল জড়ান টটেনহ্যামের এই ফরোয়ার্ড। ৪০তম মিনিটে দলকে আরো এগিয়ে নিয়ে নিজের জোড়া গোল পূরণ করেন রিচার্লিসন। এবারও নেইমারের ফ্রি-কিক থেকে নেওয়া শট হেডে লক্ষ্যভেদ করেন টটেনহ্যাম ফরোয়ার্ড।

প্রথমার্ধে তিন গোল হজম করার পর বিরতির পর রক্ষণভাগে প্রতিরোধ গড়ে তোলে ঘানা। ফলে বাকি ৪৫ মিনিটের খেলায় ব্রাজিল বেশ কয়েকটি দারুণ আক্রমণ করলেও বাধা হয়ে দাঁড়ান দেশটির ডিফেন্ডাররা। এ কারণে আর কোনো গোল করতে পারেনি তিতের শিষ্যরা। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন নেইমাররা।

ঠিকানা/এনআই