মোহাম্মদ সফিউল আলম :
চলছে ঘুষের লেনাদেনা
ঘুষের খেলা সবখানে
সবাই খুবই ব্যস্ত এখন
বাড়তি আয়ের সন্ধানে
কারও-বা রেট লক্ষ কোটি
কেউবা খুশি বিশ টাকায়
অন্যের হক ধ্বংস করে
তেলা মাথায় তেল মাখায়
ঘুষ দিয়ে কেউ সুবিধা নেয়
কেউ দিতে হয় ঠেকায় পড়ে
জায়গামতো ঘুষ দিয়ে কেউ
বিশাল টাকার পাহাড় গড়ে
ঘুষের টাকা পাচার করে
কিনছে বাড়ি বেগমপাড়ায়
দামি গাড়ির বিলাসিতায়
জবাবদিহির দায়টা বাড়ায়
ঘুষের টাকার অলীক সুখে
চলছে জীবন রমরমা
এই জীবনে পার পেলেও
শেষ বিচারে নেই ক্ষমা
কালকে যখন মৃত্যু এসে
থামিয়ে দেবে জীবনচাকা
দিতে হবে হিসাব একা
ফাঁসিয়ে দেবে ঘুষের টাকা।