ঘোড়াকে গাঁজা সেবন করিয়ে বিপাকে দুই যুবক

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতের উত্তরখণ্ডের পাহাড়ি পথে ঘোড়াকে গাঁজা সেবন করিয়ে বিপাকে পড়েছে দুই যুবক। ঘটনাটির একটি ভিডিও সোশ্যালে ভাইরাল হলে দুই যুবকের বিরুদ্ধে প্রাণীদের প্রতি নির্মম আচরণের অভিযোগ ওঠে, যা নজরে এসেছে স্থানীয় পুলিশের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত দুই যুবক কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে ঘোড়ার মুখ চেপে ধরেছে। পরে তাদের একজন গাঁজাভর্তি জ্বলন্ত সিগারেট প্রাণীটির মুখে চেপে ধরে। একপর্যায়ে মুখ চেপে ধরে ঘোড়াটির নাক দিয়েও গাঁজার ধোঁয়া প্রবেশ করায় তারা। ঘোড়াটিকে এ সময় খুব অপ্রস্তুত অবস্থায় দেখা যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার।

বিষয়টি প্রকাশ্যে আসতেই দুই যুবকের বিরুদ্ধে প্রাণীদের প্রতি নির্মম আচরণের অভিযোগ ওঠে। নেটিজেনরা বলছেন, যে প্রাণীগুলো পাহাড়ি পথে তীর্থযাত্রীদের কেদারনাথ মন্দিরে নিয়ে যায়, তাদের সঙ্গে এমন নির্মম আচরণ করা উচিত হয়নি। এর ফলে দুর্ঘটনা হতে পারত।

প্রাণী অধিকারকর্মীরা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এক ব্যক্তি টুইট করেছেন, ‘ঘটনাটি খুবই আতঙ্কজনক! পশুর নিষ্ঠুরতা কখনোই কাম্য নয়। ঘোড়াকে গাঁজা সেবনে বাধ্য করা জঘন্যতম কাজ। দায়ী ব্যক্তিদের অবশ্যই এ কাজের জন্য জবাবদিহি করতে হবে। এ ধরনের নিষ্ঠুর কাজের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’

পুলিশ জানিয়েছে, ভিডিও দেখে দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি প্রাণীদের প্রতি নির্মম আচরণ নজরে এলেই তা অবহিত করার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছে পুলিশ। সূত্র : জি নিউজ

ঠিকানা/এনআই