ঘড়ির কাঁটা মিলিয়ে নিন

ঠিকানা রিপোর্ট : ঘড়ির কাঁটা মিলিয়ে নিন। আগামী ১ নভেম্বর ঘড়ির কাঁটা পরিবর্তন হবে। এ দিন রাত ২টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১টায় নিতে হবে। ১ নভেম্বর থেকে এক ঘণ্টা আগে সূর্য উদয় এবং সূর্য অস্ত হবে। দীর্ঘদিন থেকেই আমেরিকায় ডে লাইট সেভিং টাইম চালু রয়েছে। আমেরিকায় স্পিং এবং সামার আসার আগে ঘড়ির কাঁটা একবার পরিবর্তন হন। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যায় অন্য দিকে ফল এবং উন্টার আসার আগে আবার ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে যায়। ২০২০ সালের ৮ মার্চ ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে গিয়েছিল, আবার নভেম্বরের ১ তারিখে আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে যাবে। সময় পরিবর্তনের সপ্তাহে অনেকেই সমস্যায় পড়েন। আবার কয়েকদিন গেলে সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। যে কারণে সময় পরিবর্তনের সাথে সাথেই সবার ঘড়ির কাঁটা মিলিয়ে নেয়া উচিত।