চওয়া

আবদুল বাতেন :

চুরি হয়ে যাচ্ছে চুমু, রোদেলা আলিঙ্গন
ছিনতাই হয়ে যাচ্ছে জোসনা ফুল, ঝরনা গান
নিলামে উঠেছে নীলাকাশ, প্রেম ও প্রার্থনার।

দাও, তোমার বেদনার বৈভব, অবৈধ রোদন অন্তহীন
বিনিদ্র রজনীর রক্তপাত, গহনের গোঙানি
হেরে যাওয়া নত মুখের লজ্জা তোমার
প্রিয় বন্ধু, হৃদয় পেতেছি দাও-তোমার আজন্ম অপারগতা।