চট্টগ্রামকে হারিয়ে টানা সপ্তম জয় কুমিল্লার

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্লে অফে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৩ হওয়ায় নির্ভার থাকার সুযোগ নেই। সেরা দুইয়ে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই।

সেই লক্ষ্যে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে বিপিএলের এই আসরে টানা সপ্তম জয় তুলে নিয়েছেন ইমরুল কায়েসরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৫৭ রানের লক্ষ্য পেরোতে খুব একটা বেগ পেতে হয়নি কুমিল্লার। তৃতীয় ওভারেই যদিও ওপেনার সৈকত আলীকে হারায় তারা। পাওয়ার প্লের ভেতর ফিরে যান অধিনায়ক ইমরুল কায়েসও। আগের ম্যাচে সেঞ্চুরি করা জনসন চার্লস এদিন থেমে যান মাত্র ৯ রানে।

তবে এক প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ রিজওয়ান। তার দুর্দান্ত অর্ধশতকে জয়ের ভিত খুঁজে পায় কুমিল্লা। ৪৭ বলে ফিরে যান ৬১ রান করে। তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দুটি ছক্কা। আর শেষ বেলায় মোসাদ্দেক হোসেন সৈকত ঝড় তুলেছিলেন। ২৭ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে অপরাজিত ছিলেন। জাকের আলী অনিক ছিলেন ৭ বল ১০ রান করে। তাদের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়ান্সরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উসমানের ৪১ বলে ৫২ রান ও আফিফের ৪৯ বলে ৬৬ রানে ৭ উইকেটে ১৫৬ রান করে চট্টগ্রাম। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

ঠিকানা/এনআই