চট্টগ্রামের বলী খেলায় ২ ফরাসি, কুমিল্লার শাহজালাল চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্ট : ঐতিহ্যবাহী বলীখেলায় এবার লড়াইয়ে নামেন দুই ফরাসী যুবক। তবে দেশি-বিদেশি ৬৯ বলীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৪ এপ্রিল বন্দরনগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে শিরীষতলায় এ বলীখেলার আয়োজন করা হয়। সাহাবউদ্দিনের বলীখেলা নামে পরিচিত এ বলীখেলা ও বর্ষবরণকে ঘিরে সকাল থেকে বিকেল পর্যন্ত সিআরবি এলাকায় ছিল হাজারও মানুষের ঢল। দেশি বলীদের ভিড়ে সুদূর ফ্রান্স থেকে আসা দুই তরুণের লড়াই ভিন্নমাত্রা যোগ করে এবারের বলীখেলায়। হাজারও দর্শকের করতালি, উল্লাস ও হর্সধ্বনির মধ্যে মিনিট তিনেকের লড়াইয়ে বন্ধু জুসিকাকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে নেন জুমার্কা। তাদের দুজনের গলায় মেডেল পরিয়ে দেন আয়োজকরা।
জুমার্কা জানান, তারা দুই বন্ধু সপ্তাহখানেক আগে এ দেশে বেড়াতে আসেন। ঢাকা-কক্সবাজার বেড়ানো শেষে গত ১৪ এপ্রিলই চট্টগ্রাম নগরীতে আসেন তারা। সিআরবিতে বলী খেলাকে ঘিরে হাজারও মানুষের উল্লাস দেখে ঢুকে পড়েন ওই দুই পর্যটক। তারা বলেন, ‘রেসলিংয়ে’ অনেকেই অংশ নিচ্ছেন দেখে তারাও তাতে অংশ নেন। জনতার উল্লাস আর ব্যতিক্রমী রেসলিংয়ে অংশ নিয়ে তারা আনন্দিত বলেও জানান। প্রসঙ্গত সিআরবি সংলগ্ন তৎকালীন নিয়াজ স্টেডিয়ামে (এম এ আজিজ স্টেডিয়ামে) ঐতিহ্যবাহী বলী খেলায় অংশ নিতেন ফ্রান্স, রাশিয়া, জাপান, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য বলী। এ দিকে সাহাবউদ্দিনের বলী খেলায় মূল পর্বে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন ককক্সবাজারের উখিয়ার ঠ্যাংখালীর কলিমউল্লাহ বলী ও কুমিল্লার হোমনার শাহজালাল বলী। তুমুল লড়াইয়ে চ্যাম্পিয়ন হন শাহজালাল বলী। পরে চ্যাম্পিয়ন শাহজালাল বলীকে ২০ হাজার এবং রানার্সআপ কলিমউল্লাহকে ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বলী খেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর জহর লাল হাজারীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন প্রমুখ। বলী খেলা পরিচালনা করেন সাবেক কাউন্সিলর মো. মালেক। আগামী ২৫ এপ্রিল লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে আবদুল জব্বার সওদাগর প্রবর্তিত ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৯তম আসর।
অপর দিকে সিআরবি শিরীষতলা ছাড়াও নগরীর ডিসি হিলের নজরুল স্কয়ার, মেরিন ড্রাইভ সড়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমিসহ নগরীর বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পয়লা বৈশাখ। এসব অনুষ্ঠানে সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল মানুষের ঢল। র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সুনিপুণ ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে পালিত হয় বর্ষবরণ।