ঠিকানা অনলাইন : চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে পানি তুলে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির সময় ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. বাদশা (৪২)। ওমান প্রবাসী বাদশা মাস দুয়েক আগে দেশে ফিরেছিলেন। এ ঘটনায় মাহবুব নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪ ফেব্রুয়ারি শনিবার সকালে হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের জব্বার আলী চৌধুরী আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাদশাকে না জানিয়ে তার পুকুরে পাম্প বসিয়ে জমি সেচের পানি নিচ্ছিলেন মাহবুব। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে একাধিক ঘুষি মারেন মাহবুব। পরে বাদশাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাদশার পরিবারে স্ত্রী ও দুই সন্তান আছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই বেলাল বলেন, ‘জমিতে সেচ দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাদশাকে ঘুষি মারেন মাহবুব। এতে তার মৃত্যু হয়।’
ঠিকানা/এনআই