চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় পৌর মেয়র গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনসহ তিনজন।

১৪ অক্টোবর শুক্রবার বেলা প্রায় সাড়ে ১১টায় মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীরা মেয়রকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। একই সময় তার সাথে থাকা আওয়ামী লীগ নেতা অশোক সেন ও যুবলীগ নেতা শহীদ খান দুখুও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

প্রত্যক্ষদর্শী ও মেয়রের স্বজনেরা জানান, একটি সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর শুক্রবার সকালে মেয়র রেজাউল করিম খোকন মুহুরী প্রকল্প এলাকায় যান। সেখানে মেয়র কিছু বুঝে ওঠার আগেই একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় তার সাথে থাকা বারইয়ারহাট পৌর আওয়ামী লীগ নেতা অশোক সেন ও ওচমানপুর ইউনিয়ন যুবলীগ নেতা শহীদ খান দুখু বাধা দিতে গেলে তারাও সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়র খোকনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। বাকি দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাইয়ের এএসপি (সার্কেল) লাবিব আব্দুল্লাহ্ বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, মেয়র রেজাউল করিম খোকনের পেটে, কোমরে এবং কাঁধে একাধিক গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হয়েছে। বাকি দুজনের মধ্যে অশোক সেন ও শহীদ খান দুখুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠিকানা/এনআই