ঠিকানা রিপোর্ট : প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতির নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ মে শনিবার দুপুর তিনটায় চট্টগ্রাম সমিতি ভবনে অন্তবর্তীকালীন কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরো বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সদস্য হওয়ার শেষ দিন ২ জুলাই, সাধারণ সভা ৯ জুলাই এবং ৩০ জুলাই বনভোজন।
অন্তবর্তীকালীন কমিটির সদস্য নুরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সদস্য মীর কাদের রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মনির আহমেদ, মেহবুবর রহমান বাদল, মাকসুদুল হক চৌধুরী, আবুল কাসেম, মোহাম্মদ তাহের, মোহাম্মদ সেলিম, আহসান হাবিব, সুমন উদ্দীন, ইকবাল ভুঁইয়া, মোহাম্মদ জে আবেদিন (আতিক) ও মোহাম্মদ হারুন।
সভায় চট্রগ্রাম সমিতির বর্তমান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ১৪ মে রোববার ভোটার হওয়ার লক্ষ্যে সদস্য নবায়ন বা সদস্য হওয়ার শেষ দিন ছিল। সাধারণ সদস্য ও সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আছেন এমন বেশ কিছু সাবেক কর্মকর্তা ও আজীবন সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সদস্য করার বর্ধিত তারিখ ২ জুলাই রোববার ধার্য্য করা হয়।
সভায় আরো যেসব বিষয়ে সিদ্ধান্ত হয় তার মধ্যে রয়েছে-অতীতে সে সকল কমিটি কিংবা সংগঠনের অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন তাদের মধ্যে যারা হিসাব প্রদান করেনি তাদের নিকট থেকে হিসাব নেয়ার লক্ষ্যে কয়েকজন সাবেক কর্মকর্তা ও আজীবন সদস্যকে এ বিষয়ে সহযোগিতা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- মোহাম্মদ হানিফ, সৈয়দ এম রেজা, কাজী আজম, আবুল কাসেম ভুঁইয়া, সরওয়ার জামান চৌধুরী (সিপিএ) ও জসিম উদ্দীন। লিয়াজোঁ কমিটি আগামী ২০ জুনের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করবেন ।
এছাড়া আগামী ৯ জলুাই রোববার সমিতির সাধারণ সভার তারিখ নির্ধারন করা হয়। এর আগে গঠনতন্ত্রের সংশোধন (প্রস্তাবিত) করতে হবে। যদি কেউ গঠনতন্ত্রের সংশোধনের জন্য প্রস্তাবনা দিতে চান তাহলে তা অবশ্যই আগামী ২৫ জুনের মধ্যে লিখিতভাবে অন্তবর্তীকালীন কমিটির নিকট পাঠাতে হবে, যা গঠনতন্ত্র সংশোধন কমিটি যাচাই বাছাই করে সাধারণ সভায় প্রস্তাব আকারে পেশ করবেন।
প্রতি বছরের ন্যায় এবারও আগামী ৩০ জুলাই রোববার সমিতির বার্ষিক বনভোজনের সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে এবং অন্তবর্তীকালীন কমিটির সদস্য আবুল কাসেমকে আহবায়ক ও মীর কাদের রাসেলকে সদস্য সচিব করে একটি পিকনিক উপ-কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হায়দারের মৃত্যুতে সভায় শোক প্রকাশ করে দোয়া করা হয় এবং একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এ উপলক্ষে আগামী ২০ মে শনিবার সন্ধ্যা ৭টায় সমিতির ভবনে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।
গঠনতন্ত্র সংশোধন, বিল্ডিং সংস্কারসহ আরো বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সভায়। প্রবাসী চট্টগ্রামবাসীকে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে আগামী ৫ জুন রোজ সোমবার বিকাল ৬ টায় চট্রগ্রাম ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে ।
চট্টগ্রাম সমিতির নির্বাচন ১৭ সেপ্টেম্বর
সদস্য হওয়ার শেষ দিন ২ জুলাই সাধারণ সভা ৯ জুলাই