চবি এলামনাই এসোসিয়েশন: নঈমী সভাপতি ইকবাল সাধারণ সম্পাদক

ঠিকানা রিপোর্ট: বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত ছাত্রছাত্রীদের সংগঠন চটগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। এই এসোসিয়েশনের ২০১৯ এবং ২০২০ সালের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ নঈমী এবং এস এম ইকবাল ফারুক।

গত ৩ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে প্রধান নির্বাচন কমিশনার বিষ্ণু ঘোষ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের অপর ২ সদস্য এবং উপদেষ্টা এবং সাবেক কর্মকতারা উপস্থিত ছিলেন। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো নির্বাচন কমিশনের কমিটি ঘোষণা এবং দ্বিতীয় পর্বে ছিলো সংক্ষিপ্ত আলোচনা।
বিষ্ণু ঘোষ নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে বলেন, আমাদের জন্য সুবিধা হয়েছে এ জন্য যে নির্বাচনে কোন প্রতিদ্ব›দ্বী ছিলো না। প্রতিটি পদে একটি করে মনোনয়ন পত্র জমা পড়েছে।

তিনি নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ নঈমী, সহ সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম ইকবাল, সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাস, সাংগঠনিক সম্পাদক রতন চৌধুরী, কালচারাল সেক্রেটারি শিবলী সাদিক, ক্রীড়া সম্পাদক সাহেদ আলী, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, ছন্দা বিনতে সুলতান, মোহাম্মদ মঞ্জুরুল হাসান, শলিল কুমার চৌধুরী, আনোয়ারুল করিম, মোহাম্মদ মাহবুব মোল্লা এবং সবুর খান।

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, নওয়াব মিয়া, শামসুদ্দিন আজাম, রেজাউল করিম ছগির, আবু তালেব চৌধুরী চান্দু, নির্বাচন কমিশনের সদস্য লুৎফর রহমান, প্রফেসর গোলাম মোহাম্মদ, নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ নঈমী, সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক, আক্তার হোসেন, প্রফেসর সুদীপ্ত প্রমুখ।

নব নির্বাচিত সভাপতি বলেন, আপনারা আমাকে দ্বিতীয় বারের মত দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে একত্রে কাজ করতে। কাজ করতে গেলেই সমালোচনা হবে, তবে আমি মনে করি আমাদের কোন ভুল হলে সরাসারি আমাদের বলবেন, আমরা তা সংশোধনের চেষ্টা করবো। তিনি বলেন, চট্টগ্রাম এলামনাই এসোসিয়েশনকে আমরা একটি পরিবার মনে করি, সেই পরিবারে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই।

সাধারণ সম্পাদক এস এম ইকবাল বলেন, আমাকে দায়িত্ব দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ। কাজ করতে গেলে সমালোচনা থাকবে, সেই সমালোচনাকে আমরা জয় করতে চাই এবং এগিয়ে যেতে চাই। তিনি বলেন, আমি মনে করি আমরা সবাই একই ফুলের বিভিন্ন পাপড়ি। সেই ফুলের মত থেকেই আগামী দুই বছর দায়িত্ব পালন করতে চাই।