ঢাকা : চলতি মাসে প্রধানমন্ত্রীর ব্রিটেন ও অস্ট্রেলিয়া সফর ছিল পূর্বনির্ধারিত। এ ছাড়া সৌদি আরব ও নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৫ এপ্রিল সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ১৬ এপ্রিল দাম্মামে বাংলাদেশসহ ২৩ দেশের যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ানের সমাপনীতে অংশ নেবেন তিনি।
সৌদি আরব থেকে সরাসরি লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। আগামী ১৯ থেকে ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সামিটে অংশ নেবেন তিনি। ওই সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় হওয়ার কথাবার্তা চলছে। লন্ডনে হাসিনা-মোদি বৈঠক চূড়ান্ত করার বিষয়ে আলোচনায় দিল্লির পররাষ্ট্র সচিব বর্তমানে বাংলাদেশে রয়েছেন।
২২ এপ্রিল প্রধানমন্ত্রী ব্রিটেন থেকে দেশে ফিরবেন। তিন দিন ঢাকায় কাটিয়ে অস্ট্রেলিয়া যাবেন তিনি। সেখানে তিনি ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ অংশ নেবেন। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল সিডনিতে এই সামিট হবে। তবে সামিটের চেয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দ্বিপক্ষীয় বৈঠককেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
এর পর অস্ট্রেলিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন নিউজিল্যান্ডে। সেখানে তিন দিন সফর করতে পারেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর চার দেশ সফরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করতে সফরসূচিতে এখনো কাটছাঁট চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। কোনো ব্যতিক্রম না হলে প্রস্তাবিত সূচির কাছাকাছি সময়েই সফরগুলো হবে বলে জানিয়েছেন তারা।